মৌলভীবাজার প্রতিনিধি \
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পশ্চিম শ্যামেরকোনা এলাকায় বন্যার পানিতে ডুবে দুই জনের মৃত্যু। গতকাল বৃহস্পতিবার (২০জুন) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। হ্নদয় আহমদ সদর উপজেলার পশ্চিম শ্যামের কোনা গ্রামে জমির আলীর ছেলে ও সাদি মিয়া একই গ্রামের ফসল মিয়ার ছেলে সে শ্যামের কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। তাৎক্ষনিক খবর পেয়ে সদর হাসপাতালে আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক ও চাঁদনী ঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতার উদ্দিন। এসময় মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে দুজনকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকার অনুদান প্রদানের ঘোষনা দেয়া হয়। উল্লেখ্য গতকাল মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ধলাই নদী ভেঙ্গে পানি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনী ঘাট ইউনিয়নের শ্যামের কোনা গ্রাম প্লাবিত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন