-মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি //
২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি প্রস্তুতি নিতে শুরু করেছেন বলেও তার উপদেষ্টারা জানিয়েছেন।
বিশ্লেষকেরাও বলছেন, ট্রাম্প চাইলে লড়াই করে ফের প্রেসিডেন্ট হতে পারবেন। তবে ক্ষমতা হারানোর পর বেশ কয়েকটি মামলা, দুর্নীতি আর ট্যাক্স ফাঁকির অভিযোগ তিনি কীভাবে সামলান, সেটিই দেখার বিষয়। পাশাপাশি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হবে রিপাবলিকানদের।
১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের ২২তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট দলীয় নেতা গ্রোভার ক্লিভল্যান্ড । ১৮৮৮ সালে তিনি হেরে যান রিপাবলিকান বেঞ্জামিন হ্যারিসনের কাছে। চার বছর বিরতির পর ১৮৯২ সালে আবারও ২৪তম প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন ক্লিভল্যান্ড। মার্কিন ইতিহাসে এমন ঘটনা একবারই ঘটেছে।
বিশ্লেষকেরা বলছেন, সংবিধান অনুযায়ী একজন প্রেসিডেন্ট থাকা ব্যক্তি দুবার দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু সেটি যে পরপর দুবারই হতে হবে, তা নয়। ডোনাল্ড ট্রাম্পের বেলায়ও এমন কিছু ঘটলে অবাক হওয়ার কিছু নেই। আগামীবার ভোটের সময় ট্রাম্পের বয়স হবে ৭৮, অর্থাৎ জো বাইডেনের এখনকার বয়সের সমান।
এরই মধ্যে খবর বেরিয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে ২০২৪ সালের লড়াই প্রসঙ্গে ইতিবাচক আলোচনা সেরেছেন। তিনি যে ‘উই উইল উইন’-এর কথা বলছেন, তা চার বছর পরের ইঙ্গিত কি না, তা নিয়েও গণমাধ্যমে চলছে চুলচেরা গবেষণা।
বিশ্লেষকেরা মনে করেন, ট্রাম্পের জনপ্রিয়তার ঘাটতি নেই। তাই বাইডেনের পথচলা হতে হবে সাবধানী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন