রাশিয়ার ৪টি তেল শোধনাগারে ইউক্রনের হামলা

রাশিয়ার দক্ষিণাঞ্চলের চারটি তেল শোধনাগার ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। কিয়েভের কর্মকর্তারা শুক্রবার (২১ জুন) এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে ১১৪টি ড্রোন ধ্বংসের দাবি এবং একজন নিহত হওয়ার কথা জানিয়েছে রাশিয়া।

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, আফিপস্কি, ইলস্কি, ক্রাসনোদার ও আস্ট্রাখান তেল শোধনাগার এবং একটি রেডিও ও গোয়েন্দা স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে তারা।

এ ছাড়া ক্রাসনোদারে একটি ড্রোন প্রস্তুত ও সংরক্ষণাগার লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এতে সেখানে বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

 

অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া ও কৃষ্ণ সাগরের ওপরে ৭০টি ড্রোন ধ্বংস করেছে তারা। সেই সঙ্গে ক্রাসনোদারে ৪৩টি এবং ভলগোগ্রাদে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

 

এ ছাড়া স্থানীয় গভর্নর ভেনিয়ামিন কনড্রাতিয়েভ টেলিগ্রামে জানান, ক্রাসনোদরে ইউঝনি ট্রেন স্টেশনের কাছে ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। পাশাপাশি সেভারস্কি জেলায় একটি তেল শোধনাগারে বেশ কয়েকটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কয়েক মাস ধরে রুশ তেল শোধনাগারে বেশ কয়েকটি আক্রমণ চালিয়েছে ইউক্রেন। এসব জায়গা থেকে রুশ সামরিক বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হয় বলে ইউক্রেন এগুলোকে তাদের ন্যায্য লক্ষ্যবস্তু বলে যুক্তি দেয়।

রাশিয়াও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। ফলে দেশটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বিদ্যুৎ আমদানি করতে বাধ্য হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন