শরীফুল আলম । নিউইয়র্ক । মার্কিন যুক্তরাষ্ট্র ।
( সদ্য প্রয়াত শ্রদ্ধেয় প্রিয় কবি অসীম সাহার প্রতি শোক , ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানিয়ে এই কবিতাটি তাঁকেই উৎসর্গ করছি ) ।
ক্রমশ দুঃখ গুলো বেড়েই চলেছে
যেটুকু শূন্যতা , ছায়াপথ তুমি রেখে গেছ
প্রিয়তম কবি ,
তুমিও আজ নির্বাক হয়ে গেলে
তোমার সফল কাঙ্ক্ষিত প্রয়াস গুলোও আজ স্তব্ধ হয়ে গেল
ভালোবাসাহীনতায় তুমি ছিলে বড় অভিমানী ,
তুমি মস্তবড় কবি ছিলে
কবিতার সাথে তোমার মেলবন্ধন ছিল ,
ঢাকার একটা কবিতার উৎসবে
তোমার সাথে আমার প্রথম পরিচয়
কবিতা শোনে তুমি বলেছিলে
" তুমি পারবে , কবিতা লেখা ছেড়োনা "
সেদিনই আমি প্রথম পেয়েছিলাম
কবিতা লেখার অপূর্ব সুধা
কবিতার অঙ্গে অঙ্গে প্রেম
রাতের নিশানায় সেই থেকেই আমার কবিতা লেখা ।
যতদূর মনে পড়ে
সেদিন ছিল পাতা ঝরা উষ্ণ এক বসন্তের দিন ,
আজ মন কাঁদে স্মৃতির অন্তরালে
মনে পড়ে তোমার কবিতা
" শুনুন জনক , আমি চিরদিন শব্দের কাঙ্গাল
আমি আজও লিখতে পারিনি ইচ্ছের একটি চিঠি "
কিম্বা -
" তোমরা ভীষণ ভয় পাও আগুণ দেখে , বারুদ দেখে
দোজখ দেখে , গজব দেখে
তোমরা ভীষণ ভয় পাও দাঙ্গা দেখে " ।
" পূর্ব পৃথিবীর অস্থির জ্যোৎস্না "
" মধ্যরাতের প্রতিধ্বনি "
কিম্বা " অন্ধকারে মৃত্যুর উৎসব "
বলে দেয় তুমি কতটা বিষন্ন ছিলে ।
কবি অসীম সাহা ,
ভাষার প্রতিটি অঙ্গের সৌন্দর্যই বলে দেয়
তুমি হোমারের চাইতেও কত বড় মাপের কবি ,
ইলিয়াডের মৃত্যুর পর
তোমার লেখার শৈল্পিক দিক কতটা অনন্য ছিল
তবুও তোমার মৃত্যু আপাতত
গিলগামেশ দেবতার ইচ্ছাকেই আমি মেনে নিলাম ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন