নিজের ছাদ বাগান থেকে নিয়মিত শাকসবজি ও ফলমূল সংগ্রহ করেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মাঝেমধ্যে সেসবের ভিডিও ও ছবি দেন স্যোশাল হ্যান্ডেলে।
আজও দিলেন মৌসুমী এক ফল কুড়ানোর ভিডিও। আজ সকালে এই অভিনেত্রী তার বাগানের গিয়ে লাল জামরুল তোলেন।
সেটি তোলার ভিডিও করেন তার মা। তারপর সেটি আপলোড করেন তার পেজ থেকে। মুহুর্তেই তার অনুরাগীরা শুভ কামনা জানান। অবশ্য ভিডিওতে দেখা যায় সেই জামরুল খেতে দিচ্ছেন তার প্রিয় কুকুরকে।
ভিডিওর সুত্রে জানা যায়, গাছটি লাগিয়েছিলেন তার মা।
নিজের কাজ দিয়ে সবসময় তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। সবসমই তাকে ব্যস্ত থাকতে হয় দুই বাংলার সিনেমা নিয়ে। কখনো এদেশে কখনো কলকাতায় ছুটতে হয় তাকে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ইতোমধ্যে ঢালিউড-টালিউড মাতিয়ে বলিউডেও অভিষেক হয়েছে তার। কাজের বাইরে খুব একটা পাওয়া যায় না তাকে। গণমাধ্যমেও কথা বলেন বেশ সচেতনভাবে।
তবে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় এই তারকা।
সেখানে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিয়ে নিয়ে বেশ খোলামেলা কথা বলেন।
বিয়ে নিয়ে কোন পরিকল্পনা আছে কি না জানতে চাইলে জয়া সাংবাদিকদের বলেন, ‘আমি আসলে জীবনে কিছুই পরিকল্পনা করে করিনি। যদি মনে করি সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা হওয়াটা দরকার, তাহলে হব। তবে এই মুহূর্তে তেমন কোন ইচ্ছে আমার নেই। কারণ আমি সিঙ্গেল লাইফেই ভালো আছি, শান্তিতে আছি।’
জয়া আহসানের কাছে বিয়ের চেয়ে পরিবার খুব গুরুত্বপূর্ণ। কারণ তিনি মনে করেন পরিবার ছাড়া মানুষ একা বাঁচতে পারে না।
গত বছর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘কড়ক সিং’ সিনেমায় অভিনয় করে বলিউডে যাত্রা শুরু করেছিলেন জয়া। আর এবারে এই নির্মাতার বাংলা সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘ডিয়ার মা’। সিনেমাটির শুটিং চলছে এখন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন