ইউরোয় নতুন রেকর্ড রোনালদোর

gbn

তুরস্কের বিপক্ষে জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৩-০ গোলের জয়ে এক গোলে সহায়তা করেন রোনালদো। আর এতেই  ইউরোতে রেকর্ড গড়লেন সিআরসেভেন।

২১ মিনিটে প্রথম গোলের পর দ্বিতীয় গোলটি আসে আত্মঘাতী থেকে।

অনায়াসে ম্যাচের তৃতীয় গোলটি করতে পারতেন রোনালদো। মাঝমাঠ থেকে সতীর্থের পাস তুরস্কের এক ফুটবলারের গায়ে লেগে তার সামনে এসে পড়েছিল। রোনালদোর সামনে ছিলেন শুধু গোলকিপার। রোনালদোর সঙ্গে বাঁ দিক দিয়ে ছুটছিলেন ব্রুনো ফার্নান্দেজ।

গোল করার সব রকম সুযোগ থাকলেও রোনালদো নিঃস্বার্থ হয়ে ব্রুনোকে পাস বাড়িয়ে দেন। ব্রুনো ফাঁকা গোলে বল জালে ঠেলেন এবং রোনালদোকে গিয়ে জড়িয়ে ধরেন। 

 

এই অ্যাসিস্টে রেকর্ড গড়লেন রোনালদো। ইউরোতে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড যৌথভাবে এখন রোনালদোর দখলে।

২০০৪ সাল থেকে ছয়টি উইরোতে খেলে আটটি অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ তারকা।

 

এই আসরে এখন পর্যন্ত গোল না পেলেও ইউরোর সর্বোচ্চ গোলের রেকর্ডও রোনালদোর। মোট ১৪ গোল করে  শীর্ষে আছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই সুপারস্টার। দ্বিতীয় স্থানে থাকা মিশেল প্লাতিনির গোল ৯টি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন