প্রেম শেষ, আর চাই না: মিথিলা

দেশের বিনোদন মাধ্যমের জনপ্রিয় মুখ রাফিয়াথ রশিদ মিথিলা। তবে এখন তিনি সরব হয়েছেন পশ্চিমবঙ্গেও। দুই দেশের নানা ধরনের কনটেন্টে দেখা যায় তাকে। কিছুদিন আগে বাজি নামে একটি ওয়েব সিরিজ করেছেন।

সেই সিরিজে অভিনয় নিয়েও কম জল ঘোলা হয়নি। কারণ সেই সিরিজে অভিনয় করেছেন তার প্রাক্তন স্বামী ও অভিনেতা তাহসান খান।

 

একই সিরিজে দুই তারকার অভিনয় যখন আলোচনায়, আর সেই সময়ই প্রকাশ্যে এল একটি রহস্য। অভিনেত্রী মিথিলার নাকি ‘লাভ স্টোরি’তে অরুচি।

 

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। একসময় ঢাকাই শোবিজে প্রেমের দৃশ্যে দেখা গেছে তাকে। তাহলে এখন কি ভেবেচিন্তেই সেই ‘লাভ স্টোরি’ এড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, হ্যাঁ, হয়ে গেছে।

প্রেম শেষ, আর চাই না। আর এ কথাটি বলেই হেসে দেন তিনি। এরপরই জানান, প্রেমিকার চরিত্রে অনেক অভিনয় করেছেন।

 

মিথিলা মনে করেন, এটা হয়তো তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ে’র মতো দেখতে বলে। তবে এখন আর এসব চরিত্র টানে না তাকে।

এ জন্যই গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

 

তিনি বলেন, প্রেমের গল্পে অভিনয় করতে চাই, তবে তা ইন্টারেস্টিং গল্প হতে হবে। আবার গল্পে আমার চরিত্রও ব্যতিক্রম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে ভিন্ন কিছু... তবেই করব।

প্রসঙ্গত, এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন