আতিকুল ইসলাম,
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে'র সাউথ ওয়েস্ট রিজিওনের উদ্দোগে ২৩ শে জুন রোববার বৃস্টল শহরের বালটি হাউসে ঈদপূর্ণ মিলনী ডিনার ডিনারপার্টির আয়োজন করা হয়েছে।
সংগঠনের রিজিওনাল কনভেনার কাইয়ুম খাঁন ফয়সল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব, তাহির আলী আলম, ও যুগ্ম সচিব, সেবুল আহমেদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পোগ্রামে প্রধান অতিথি ছিলেন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে'র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর,
বিশেষ অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কো- কনভেনার বিশিষ্ট ব্যাবসায়ী মসুদ আহমদ, সংগঠনের রিজিওনাল প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, উপদেষ্টা হাবিবুর রহমান, কাউন্সিলার বদরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য শাহ শাফি কাদির, কেন্দ্রীয় সদস্য আব্দুর রুউফ তালুকদার, সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার
মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব রকিবুর রহমান, জয়েন্ট কনভেনার জহির আলী, জয়েন্ট ট্রেজারার শেখ সুমন তরফদার, সাংগঠনিক সম্পাদক শাহ আব্দুল ওয়াব জাহাঙ্গীর, নিউপোটের জয়েন্ট কনভেনার নুরুল ইসলাম, ও স্পোর্টসমাউথ এর জয়েন্ট কনভেনার ফজলু মিয়া বক্তব্য রাখেন।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাহিম আহমেদ।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
মোঃ কয়েস উদ্দিন, ইলিয়াছ মিয়া, কাইয়ুম খান,
নজরুল ইসলাম,শাহাব উদ্দিন আলম, বদরুল হোসেন,সুবন আহমেদ,লুৎফুর রহমান,
আবদুর রহিম,তাজুল ইসলাম,আব্দুল হাকিম,
মান্নান মিয়া,কামাল উদ্দিন,ওয়াদুদ মিয়া,আজিজুর রহমান, ও আহমেদ আলম রাফি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে গোটা ব্রিটেনজুড়ে লাইফ মেম্বার বাড়ানোর জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার প্রধান অতিথি গ্রেটার সিলেট কমিউনিটি ইউ কে'র কেন্দ্রীয় কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, প্রবাসীরা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করা সহ বিমানের ভাড়া কমানোর জোর দাবি জানিয়েছেন।
সভায় অন্যান্য বক্তারা এনআইডি কার্ড সংশোধনীতে সময়ক্ষেপণ না করা, সিলেট যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো সহ বন্যা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়। সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকায় ত্রান সামগ্রী বিতরণের সীদ্ধান্ত গৃহীত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন