পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ‘গুলমোহর’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করার জন্য ঢাকায় এসেছেন। সিরিজটি পরিচালনা করবেন সৈয়দ আহমেদ শাওকী। ৭ জুলাই পর্যন্ত বাংলাদেশে শুটিং করার অনুমতি পেয়েছেন শাশ্বত।
নির্মাতা শাওকী বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে আমরা লিখিত অনুমতি নিয়েছি।
সিরিজের অন্য অভিনয়শিল্পীদের নাম এবং মুক্তির তারিখ শুটিং শেষে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘোষণা করা হবে। এটি প্রযোজনা করছে ফিল্ম সিন্ডিকেট। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফরম চরকিতে।’
চরকির জন্য আগামী তিন বছরে ১০টি সিরিজ নির্মাণ করার জন্য ফিল্ম সিন্ডিকেট চুক্তিবদ্ধ হয়েছে গত মার্চে।
এই প্রজেক্টের প্রথম সিরিজ ‘কালপুরুষ’ মুক্তি পেয়েছে মে মাসে।
শাশ্বত পশ্চিমবঙ্গের পাশাপাশি এখন বলিউড ও ভারতের দক্ষিণী ছবিতে নিয়মিত অভিনয় করছেন। ২৭ জুন তাঁর অভিনীত আলোচিত ‘কল্কি ২৮৯৮’ মুক্তি পাবে সারা বিশ্বে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন