ফিরেই গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অস্ট্রিয়ার বিপক্ষে পাওয়া নাকের চোটের জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেননি তিনি। পোল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই একাদশে ছিলেন। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন এমবাপ্পে।
এতে তাঁর সঙ্গে তাঁর দলেরও গোলখরা কাটে। তবে জয় পায়নি ফ্রান্স।
৭৯ মিনিটে পোল্যান্ড পেনাল্টি পেলে রবের্ত লেভানদোস্কি সমতা ফেরান। পরে আর কোনো দল জালের দেখা না পেলে ১-১ ড্রতে শেষ হয় ম্যাচ।
১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সরাসরি শেষ ষোলোতে ফ্রান্স। কিন্তু বিদায় নিশ্চিত হয়ে গেছে পোল্যান্ডের। 'ডি' গ্রুপে ৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট তাদের।
এই গ্রুপের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-৩ গোলের ব্যবধানে নাটকীয় জয় পেয়েছে অস্ট্রিয়া।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে পরের রাউন্ডের টিকিট পেল দলটি।
৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস অবশ্য বাদ পড়েনি। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে মোট ১২ দলের সঙ্গে তৃতীয় হওয়া সেরা চার দল যাবে শেষ ষোলোতে। এখন পর্যন্ত তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সব চেয়ে সুবিধাজন অবস্থানে আছে ডাচরা।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন