ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চলেই তেমন বৃষ্টির দেখা নেই কিছুদিন ধরে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় একদিকে যেমন বৃষ্টি কমেছে, তেমনি বেড়েছে ভাপসা গরম। দেশের তিন বিভাগে তাপপ্রবাহও ছিল গতকাল মঙ্গলবার। তবে বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার সারা দেশে বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও বড় পরিবর্তনের সম্ভাবনা কম। কম বৃষ্টিপাতের প্রবণতা ও তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আগামী শুক্রবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দেশের বেশির ভাগ অঞ্চলেই অনুভূত হতে পারে ভাপসা গরম। তবে শনিবার থেকে বৃষ্টি বেড়ে গরম কিছুটা কমতে পারে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ২৮ জুন (শুক্রবার) পর্যন্ত বৃষ্টিপাত কম-বেশি একই রকম থাকতে পারে। ফলে অস্বস্তিকর গরম ও তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে এ সময় পর্যন্ত। তবে এর পর থেকে সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।’
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় মাত্র ১৮ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, ৫৬ মিলিমিটার। এ ছাড়া হবিগঞ্জে ৩০ মিলিমিটার, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ মিলিমিটার ও কক্সবাজারে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
এ ছাড়া রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে গতকাল রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) বয়ে গেছে। আজ তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে, ৩৮ ডিগ্রি। আগের দিনের তুলনায় গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.৫ ডিগ্রি। গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন