কোরবানির ঈদ উপলক্ষে একটি রান্নার অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী এবং সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে গরুর মাংস রান্না করেন অভিনেত্রী তারিন।
রান্না করার সময় তারিন বলে বসেন, আমি আপনার জন্য এবার রান্না করে দেখাবো গরুর মাংস। তারপরই তিনি শুধরে নেন।
বলেন, দর্শকদের উদ্দেশ্যে রান্না করে দেখাবো।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সুদীপা চট্টোপাধ্যায়কে নিয়ে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গজুড়ে। হিন্দু ধর্মে বিশ্বাসী সুদীপা গরুর মাংস রান্না করেছেন এবং খেয়েছেন এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এখানেই শেষ নয়।
অভিনেত্রীর পরিবারের ওপর হুমকি আসছে। তাকে ও তার ছেলেকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে সুদীপা বলেন, ‘আমার বাচ্চার জন্য ভয় লাগছে। তারা বলছে বাড়ি থেকে বের হলে জ্বালিয়ে দেবে।
কী করে ওকে স্কুলে পাঠাব? আমি তো সেখানে ভারতকে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম। সেটা আমার কাছে গর্বের। সেখানে হিন্দু মুসলিম বিষয়টা আসে না। আমরাও তো এই দেশে সকলে একসঙ্গে বড় হয়েছি। যে যার ধর্ম রক্ষার কাজ করছে।
আমায় তো, যিনি রান্না করছেন, উনি একবারও বলেননি যে এটা খেয়ে দেখ? সেই সম্মানটা উনি করেছেন আমায়। লোকজন যেভাবে যা বলছেন, সবটা ভুল। আমি জানি না আমি কী করব।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন