জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারে রঘুনন্দনপুর নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে পৌর এলাকার রঘুনন্দনপুর মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, কাউন্সিলর নাহিদ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুব ইজদানী ইমরান, একাটুনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুর রহমান, মোস্তফাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো মুজিবুর রহমান, জেলা কৃষকলীগের সদস্য মির্জা বেলাল বেগ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি তঞ্জু খান, খেলা পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন ও সহ সভাপতি আজাদুর রহমান সহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব বলেন, খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মের জন্য একান্তভাবে প্রয়োজন। যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের ছেলে-মেয়েদেরকে সম্পৃক্ত রাখতে পারবো তারা ততবেশী সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায়, মন-মননে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি উন্নত হবে তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন