ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের হলেও তার জনপ্রিয়তার একবিন্দু কমতি নেই এ দেশে। সব ধরণের দর্শকের কাছে তুমুল জনপ্রিয় এই অভিনেতা। কারণ দুই বাংলার বিভিন্ন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে দেখা গেছে তাকে।
কিছুদিন আগে তার বন্ধু গায়ক অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া কে বিয়ের করেছেন। সেটি নিয়ে অবশ্য নেটিজেনরা আলোচনাও করেছেন বেশ। তবে সেসব ছাপিয়ে কাজে মনোযোগী হয়েছেন এই অভিনেতা। বেশ কয়েকটি কাজও সেরে ফেলেছেন বিয়ের পর।
আজ এই অভিনেতার জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল রাতে পারিবারিক আয়োজন ছিল। তার স্ত্রী ঘরোয়া আয়োজনে কেক কেটেছেন। বন্ধু ও কাছের মানুষদের নিয়ে সময় কাটিয়েছেন তিনি।
জন্মদিনে প্রিয়জন ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেতা। সিক্ত হওয়ার মাঝেই আজ সকালে এসেছেন বাংলাদেশে। নাহ, জন্মদিনে এদেশের ভক্তদের সঙ্গে সময় কাটাতে নয়। এসেছেন কাজেই।
সেটি হলো, আজ সন্ধ্যায় তার অভিনীত সিনেমা ‘আজব কারখানা’ নিয়ে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে।
সিনেমাটি ২০১৬-১৭ অর্থবছরের বাংলাদেশ সরকারের অনুদায় পায়। এটি নির্মাণ করেছেন পরিচালক সামিয়া জামান। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ জুলাই। সিনেমাটি নিয়ে কথা বলতে ও প্রচারণার অংশ হিসেবে ঢাকায় এসেছেন এই অভিনেতা।
সন্ধ্যার খানিক পরে রাজধানীর একটি ক্লাবে শুরু হয়েছেন সংবাদ সম্মেলন। সেখানেই কথা বলেছেন পরম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন