হলিউড অভিনেতা উইল স্মিথ আবারও ফিরলেন সংগীত ভুবনে। নিজের নতুন একক গান প্রকাশ্যে আনলেন স্মিথ। চারবারের গ্র্যামিজয়ী র্যাপার এবং অভিনেতা ২০১৭ সালের তার ইডিএম ট্র্যাক ‘গেট লিট’-এর পর একক সংগীত থেকে বিরতিতে ছিলেন।
শুক্রবার (২৮ জুন) স্মিথ ‘ইউ ক্যান মেক ইট’ শিরোনামের গানটি প্রকাশ করেন।
শুক্রবার সকালে স্মিথ সামাজিক মাধ্যমে ‘ইউ ক্যান মেক ইট’ থেকে পিয়ানো যন্ত্র বাজানোর একটি ক্লিপ শেয়ার করেছেন এবং ক্যাপশন লিখেছেন, ‘আমার কিছু অন্ধকার মুহুর্তের মধ্য দিয়েও সংগীত সবসময় আমার সঙ্গে আছে। আমাকে উঠাতে এবং আমাকে বড় করতে সাহায্য করেছে। আমার বিনীত কামনা এই যে, সংগীত আপনাদের জন্যও একই রকম আনন্দ এবং আলো নিয়ে আসুক আপনাদের জীবনে।’
ক্যানিয়ে ওয়েস্টের সানডে সার্ভিস সমর্থিত এবং ফ্রাইডের সহায়তায় একক এই গানে স্মিথকে তার র্যাপ জগতে ফিরে পাবে শ্রোতারা।
গানটিতে র্যাপার স্মিথকে উপদেশ দিতেও শোনা যাবে যা তিনি নিজের ব্যক্তিগত জীবনের দিকে ইঙ্গিত করেছেন। ২০২২ সালে অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মারার সেই ঘটনার আবহ উঠে এসেছে গানের লাইনে।
উইল স্মিথ জানিয়েছেন, বেট অ্যাওয়ার্ডে ৩০ জুন (রবিবার) নতুন গানটি লাইভ পারফর্ম করবেন তিনি। এই সপ্তাহের শুরুর দিকে বেট কতৃপক্ষ ঘোষণা করেছে যে তারকায় ঠাসা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্মিথ।
তিনি লরিন হিল, মেগান থি স্ট্যালিয়ন, আইস স্পাইস, টাইলা, ভিক্টোরিয়া মনেট, গ্লোরিলা, ল্যাটো’র মতো সংগীত তারকাদের সঙ্গে মঞ্চে পারফরম করবেন।
উইল স্মিথ তাঁর সর্বশেষ সিনেমা ব্যাড বয়েজ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ব্যাড বয়েজ রাইড অউর ডাই’-এর বক্স অফিস সফলতার পর পুনরায় নিজের সংগীতের ভুবনে ফিরে এলেন যা স্মিথ ভক্তদের জন্য বেশ সুসংবাদই বটে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন