পশ্চিম নেপালে ভারি বর্ষণের কারণে ভূমিধসে তিন শিশুসহ কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছেন।
জাতীয় দুর্যোগ উদ্ধার ও হ্রাস ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ডিজান ভট্টরাই জানান, গুলমি জেলার মালিকা গ্রামে ভূমিধসে একটি ঘর ভেসে যায়। ওই সময় ঘরটিতে একটি পরিবারের পাঁচ সদস্য ঘুমে ছিল।
গ্রামটি কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
ভট্টরাই বলেন, পাঁচজনের মৃতদেহই উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি শিশুও রয়েছে।
এ ছাড়া প্রতিবেশী স্যাংজা জেলায় ভূমিধসে ঘর ভেসে যাওয়ায় এক নারী ও তার তিন বছরের মেয়ে মারা গেছে।
সেই সঙ্গে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে দুজন নিহত হয়েছে।
জুনের মাঝামাঝিতে নেপালে বর্ষা শুরু হওয়ার পর থেকে ভূমিধস, বন্যা ও বজ্রপাতে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। বর্ষাকাল সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে। ভূমিধস ও আকস্মিক বন্যা প্রধানত পাহাড়ি নেপালে বর্ষাকালে সাধারণ ঘটনা।
এতে প্রতি বছর শত শত মানুষের মৃত্যু হয়।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন