ক্যামেরা দিবসে যে ঘোষনা দিলেন পরী

আজ জাতীয় ক্যামেরা দিবস। এই দিনটি নিয়ে দারুণ উচ্ছসিত পরীমনি। । কিন্তু ক্যামেরা দিবসে পরীমনির কী কাজ।

তিনি তো ক্যামেরার সামনের মানুষ!

 

অবশ্য বিষয়টি তিনি নিজেই পরিস্কার করেছেন এক ফেসবুক পোস্ট দিয়ে। পোস্টের সঙ্গে বেশ কয়েকটি ছবি জুড়ে দিয়ে বলেছেন, ‘আজ বিশ্ব ক্যামেরা দিবস। আমি যার সাথে এই ক্যামেরা নিয়ে দাড়িয়ে আছি তিনি দেশের অন্যতম ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার আদনান আজাদ। আমার বাউণ্ডুলে জীবনের প্রথম জাদুকর, যিনি আমাকে স্থির এবং চরম ধৈর্য্য নিয়ে কোন কাজে মনোনিবেশ করাতে পেরেছিলেন।

সেটা ফটোগ্রাফি! আমি তার মতন এত সাহস নিয়ে সাপ-টাপ এর ছবি হয়তো তুলতে পারিনি। কিন্তু অনেক প্রজাপতির ছবি তুলেছি। এমন হয়েছে যে, একটা ঠিকঠাক ক্লিক করতে আমার ৩/৪ ঘন্টাও লেগে যেতো! এমন এমন প্রজাপতির ছবি তুলেছি যার নামও আমি জানিনা। ছবি তুলে ভাইয়াকে পাঠাতাম।

উনি নাম বলে দিতেন। ’

 

শুধু ছবি তোলার ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি পরীমনির এই চর্চা। একটা প্রেমই হয়ে গিয়েছিল। সেই প্রেমটাকে বাস্তবে রূপ দিয়েছেন ক্যামেরা কিনে। তিনি বলেন,‘ছবি তোলার প্রেমে পড়ে এক দিনেই ৬ টা লেন্সসহ ক্যামেরা কিনে ফেললাম ২০১৮ তে।

তার দুই তিন মাস পরেই ভাইয়া একটা কুমির ফার্মের সমস্ত দেখভালের দায়িত্বে চলে যান উখিয়া কক্সবাজার। তারপর আর কি...! আমিও আমার ক্যামেরা তুলে রেখে দেই আলমারিতে। শেষ।’

 

1

পরীর তোলা প্রজাপতির ছবি। ছবি: ফেসবুক থেকে নেয়া

তবে ২০১৮ সালের পরে সেইসব ছবি আপলোড করেছিলেন ফেসবুকে। লাল, নীল, হলুদ সবুজ রংয়ের প্রজাপতির সব ছবি বসে ছিল পরীমনির ফেসবুকের দেয়াল জুড়ে। সেইসব ছবির বুকে নিজের নামও জুড়ে দিয়েছিলেন তিনি। ‘পরীমনি ফটোগ্রাফি’ নামের সেইসব ছবি দেখে প্রশংসা করেছেন অনুরাগিরা। একটা বানিজ্যিক প্রতিষ্ঠানও ক্যালেন্ডারেও ব্যবহার করতে চেয়েছিলেন সেই ছবি।

তবে এতদিন পর ছয় বছর আগের ছবির গল্প সামের আসার কারণ শুধুই ক্যামেরা দিবস নয়। পুরোনো ক্যামেরার ধূলে ঝেড়ে ছবি তোলায় আবারও মনোযোগি হয়েছেন এই অভিনেত্রী। বলেন, ‘গত দুদিন আমি বনে বাদাড়ে ঘুরেছি। অনেক ছবি তুলেছি। ভাইয়া (আদনান আজাদ) সঙ্গে ছিলেন। আমার যে ধৈর্য্য তৈরি হয়েছে সেটারও একটা পরীক্ষা হয়ে গেছে। এখন আমারা অনেক দারুন দারুন ছবি তুলবো প্রজাপতি, ফুল আর পাখিদের।’

কথা প্রসঙ্গে পরীমনি কালের কন্ঠকে বলেন, ‘সারা পৃথিবীতে প্রায় পাঁচশ রকমের প্রজাপতি আছে। আমি সবধরনের প্রজাপতির ছবি তুলতে চাই। আমার জীবনের এটাও একটা লক্ষ বলতে পারেন।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন