আজিজের কাজ থেকে গাড়ি ও ফ্ল্যাট পাওয়া বিষয়ে যা বললেন মাহি

এক যুগ আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে যাত্রা শুরু হয়েছিল আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহির। তারপর একে একে তাদের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। তার নামের পাশে এসে যায় ‘অগ্নিকন্যা’। কারণ জাজের অগ্নি সিনেমার দিয়ে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি।

এরপর জাজের ব্যানারে বেশ কয়েকটি ছবি করেন তিনি। ঠিক ওই সময়ই প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্নধার আব্দুল আজিজের সঙ্গে প্রেমের কথা শোনা যায় এই নায়িকার। চারদিকে দুজনকে নিয়ে নানারকম গুঞ্জন ছড়িয়ে পড়ে। মূলত এই কারণে  জাজের সঙ্গে নায়িকার সম্পর্কে ভাঙন ধরে।

জাজের ঘর ছেড়ে বেড়িয়ে যান মাহি। এরপর দীর্ঘদিন মাহি ও আজিজকে একমঞ্চে দেখা যায়নি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ জানান, সিনেমার জগতে মাহিকে নিয়ে আসার পরে তাকে দুইটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি। সে যখন জাজের সঙ্গে ছিল তখনই এই উপহার দেওয়া হয়েছিল।

 

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন মাহি। আজিজের উপহার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন,‘ চারটা ছিল! কেন কমিয়ে বলল!’

এরপর অভিনেত্রী বলেন, আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না। পারবও না।

সুতরাং ফ্ল্যাট, গাড়ি—এগুলোতো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব; এটা নিয়ে কোনো কিছু বলব না।

 

তবে মাহির অনুরোধ, জাজকে তিনি যেমন সম্মান করেন, তাদের কাছ থেকেও যেন তেমনটাই ফেরত পান। অভিনেত্রী বলেন, ‘আমি যেহেতু আপনাদেরকে (জাজ) সম্মান করি, তো সেই সম্মানটা আমিও চাইব যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন। আমি তাদেরকে অনুরোধ করেছি, আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না।’

প্রসঙ্গত, ২০১৫ সালে সংবাদ সম্মেলন করে জাজ মাল্টিমিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে। তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে। মাহির ক্যারিয়ারে অন্যতম সফল সিনেমা ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দুটি সিনেমাই নারীকেন্দ্রিক। দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন