গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি নিয়ে মাঝরাতে নদীতে ২ যুবক

মাঝরাতে দুই যুবক গাড়ি নিয়ে বেরিয়েছিলেন হাসপাতালে যাবেন বলে। কিন্তু ঠিকানা জানা নেই। তাই এগোচ্ছিলেন গুগল ম্যাপ অনুসরণ করে। আচমকাই গাড়ি গিয়ে পড়ল নদীর মাঝখানে।

ভেসে যেতে যেতে কোনো মতে বেঁচে গেলেন দুজন। ঘটনাটি ভারতের কেরালার কাসারাগোড়ের।

 

কেরালার এই এই ঘটনা প্রশ্ন তুলেছে গুগল ম্যাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে। অচেনা জায়গার দিশা পেতে গুগল ম্যাপে অন্ধভাবে ভরসা করে অনেকেই।

কিন্তু দেখা যাচ্ছে সেই ম্যাপ বিপদের কারণও হতে পারে।

 

এই ঘটনায় দুই যুবক গাড়ি নিয়ে গিয়ে পড়েছিলেন ফুঁসতে থাকা এক নদীর মাঝামাঝি রেলিংহীন দুর্বল সেতুতে। সেখান থেকেই নদীর পানির স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যায়। ভাগ্যক্রমে কিছু দূর গিয়েই গাড়িটি একটি গাছের ডালে আটকায়।

তাতেই পরিত্রাণ পান দুজন। সাহায্য চেয়ে ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে তাদের। উদ্ধার করা হয় গাড়িটিকেও।

 

কিভাবে ঘটনাটি ঘটল তা জানিয়ে পুলিশকে ভুক্তোভোগীদের একজন বলেন, ‘রাতের অন্ধকারে গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎই দেখি একটি সরু গলিতে ঢুকে পড়েছি।

তার পরই এসে পড়ি পানির সামনে। হেডলাইটের আলোয় পানি দেখতে পাচ্ছিলাম। তবে একটা সেতুও দেখতে পাচ্ছিলাম। বুঝতে পারিনি ওই সেতুর দুই দিকেই পানি রয়েছে, আর সেতুটির কোনো রেলিং নেই।’ বর্ষায় নদীটির পানির স্তর অনেকটাই বেড়ে গিয়েছিল। পানির স্রোতেই গাড়িসহ দুই আরোহী ভেসে যান।

 

এর আগেও গুগল ম্যাপ দেখে নদীতে ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। ভারতের কোট্টায়ামে এমনই এক নদীর মাঝে গিয়ে পড়েছিলেন হায়দরাবাদ থেকে যাওয়া একদল পর্যটক। সেবার পর্যটকদের উদ্ধার করা গেলেও গাড়িটি উদ্ধার করা যায়নি।

গুগল অবশ্য জানিয়েছে, এমনটা হওয়ার কথা নয়। কারণ গুগলম্যাপ প্রতি দিন প্রতি সেকেন্ডে হালনাগাদ করা হয়। তার জন্য আলাদা টিম আছে। এ ছাড়া বাইরে থেকেও তথ্য পেলে তা যাচাই করে তথ্য হালনাগাদ করা হয়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন