রিপাবলিকান নেতারা বাইডেনের দিকে ঝুঁকছেন

gbn

মোঃ নাসির, নিউ জার্সি, (আমেরিকা) প্রতিনিধি ঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় ডোনাল্ড ট্রাম্প মেনে নিতে অস্বীকৃতি জানালেও রিপাবলিকান দলের অনেক নেতা বাইডেনের দিকে ঝুঁকছেন। সংখ্যায় ছোট হলেও রিপাবলিকান নেতাদের একাংশ এখনই গোয়েন্দা তথ্যের বিবরণ জো বাইডেনকে দেওয়ার পক্ষে।    ১৩ নভেম্বর শুক্রবারের ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।    ট্রাম্পের দলের নেতাদের মধ্যে একজন হলেন গুরুত্বপূর্ণ সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, ‘গোপন এই মেমো নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের পাওয়া উচিত।’ তার সঙ্গে একমত পোষণ করেছেন চাক গ্রাসলে, জন করনিন এবং জন থুনে।    কংগ্রেসের অধিকাংশ রিপাবলিকান নেতাই ট্রাম্পের পক্ষে রয়েছেন। তবে ১০ থেকে ২০ জন রিপাবলিকান হয় বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন, নয়তো পরিবর্তন মেনে নিয়েছেন।    এখনো কয়েকটি কেন্দ্রে ভোট গণনা শেষ না হলেও গত সপ্তাহে জো বাইডেনের বিজয় নিশ্চিত হয়।    এদিকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আইনি পদক্ষেপও নিয়েছেন। তবে ট্রাম্পের দল অভিযোগের পক্ষে কোনো প্রমাণ এখনো দেখাতে পারেনি।    এদিকে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস জানিয়েছেন, কয়েকজন রিপাবলিকান ফোনে তাদের পক্ষ থেকে বাইডেনকে অভিনন্দন জানাতে বলেছেন। কারণ তারা প্রকাশ্যে অভিনন্দন জানাতে পারছেন না।    অন্যদিকে হাউসের সংখ্যালঘু নেতা কেভিন ম্যাককার্থী বলেছেন, বাইডেন এখনো প্রেসিডেন্ট নন। তার অপেক্ষা করা উচিত।    জো বাইডেন ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৭ ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০ ভোট পেলেই যথেষ্ট। কিছু ভোট গণনা এখনো বাকি থাকলেও ২৭০-এর সীমা গত শনিবারই অতিক্রম করেছেন বাইডেন। এর ফলে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যমে বাইডেনের নাম ঘোষণা করা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন