কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে ভাই বোন

সংগীতশিল্পী বাদশা বুলবুল ও ডলি সায়ন্তনী এবার কনসার্ট করবেন যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে তাঁরা যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। গতকাল একটি কনসার্টে অংশও নিয়েছেন বাদশা বুলবুল। ৫ জুলাই আলেকজান্দ্রিয়ায় প্রথম কনসার্টে অংশ নেবেন ডলি।


 
ডলি বলেন, ‘দেশে অনেকবার দুই ভাই-বোন কনসার্ট ও টিভি শো করেছি। দেশের বাইরেও আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে অনেকবার। আসলে ভাইয়ার সঙ্গে স্টেজে উঠলে আলাদা রকম ভালো লাগা কাজ করে। আশা করছি এবারের যুক্তরাষ্ট্র সফরটা আরো বেশি আনন্দের ও উপভোগের হবে।



বাদশা বুলবুল বলেন, ‘এখানে এখনো বাংলা গানের দারুণ জোয়ার। প্রতিটি কনসার্ট করার সময় দর্শকদের ভালো লাগা ও ভালোবাসা চোখের সামনে দেখতে পাই। এটা বাঙালি হিসেবে গর্বিত করে। প্রতিবছর বাংলাদেশ থেকে গান শোনাতে অনেক শিল্পীই যুক্তরাষ্ট্রে আসেন।


সবাইকে এখানকার মানুষ সমাদর করেন। এটাও আনন্দের বিষয়। আশা করছি দারুণ সময় কাটবে।’

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন