দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের জং-গুতে সিটি হল স্টেশনের কাছে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন পথচারী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিউলের নামদাইমুন থানার তথ্য অনুসারে, স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সিটি হল স্টেশনের এক্সিট-১২-এর কাছে মোড়ে একটি গাড়ি ফুটপাতে উঠে যায়।
এ সময় রাস্তা পার হওয়ার অপেক্ষায় থাকা পথচারীদের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি পেছনের দিকে যাচ্ছিল।
পুলিশ ঘটনাস্থল থেকে ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। ওই চালকের দাবি, গাড়ির আকস্মিক গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ দুর্ঘটনার সঠিক পরিস্থিতি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য জরুরি পরিষেবা রয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘৭০ বছর বয়সী একজন পুরুষ চালক ট্রাফিক লাইটে অপেক্ষমাণ পথচারীদের ধাক্কা মেরেছেন বলে মনে করা হচ্ছে।’ এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন