সিলেটে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ সাংবাদিক সবুর নিহত

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর ও তার স্ত্রী প্রাণ হারিয়েছেন। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় সিলেট ওসমানী বিমানবন্দর সংলগ্ন ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজারের জুড়ী উপজেলার বড়ধামাই গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুস সবুর মিয়া (২৭) ও তার স্ত্রী রাহেনা আক্তার (২২)। দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।

তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।

 

সাংবাদিক আব্দুস সবুর জুড়ী অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বিভিন্ন অনলাইন পত্রিকার জুড়ী প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন থেকে কাজ করছেন। সাংবাদিক আব্দুস সবুরের মৃত্যুতে জুড়ীর সাংবাদিক অঙ্গণসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এদিকে সড়ক দুর্ঘটনার একদিন আগে মৃত্যুর বিষয় নিয়ে আব্দুস সবুর তার নিজের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে একটি ভিডিও পোস্ট করেন। তার এমন পোস্ট দেখে অনেকেই মন্তব্য করে বলছেন যে, কে জানত এই পোস্ট করার পর সবুর নিজেই সস্ত্রীক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতেই হলো।

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আর আহতদের উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন