পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ জিয়া রশিদ (৩০) মারা গেছেন। মঙ্গলবার (২ জুলাই) ভেহারিতে দীর্ঘস্থায়ী অসুস্থতার পরে মারা যান তিনি। পাকিস্তানী সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর বয়সে তিনি পাকিস্তানের সবচেয়ে লম্বা মানুষ হয়েছিলেন।
পরে ২০ বছর বয়সে হাঁটুতে ব্যাথা পাওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে হাঁটু সম্পর্কিত রোগে ভোগেন।
তারপর থেকে জিয়া নিজের সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি। সরকারের পক্ষ থেকেও তার যত্ন নেওয়া হয়নি। সময়ের সাথে সাথে তার অসুস্থতা আরও বেড়ে যায় বলে জানায় জিও নিউজ।
গত বছর জিয়া সিঁড়ি দিয়ে নামার সময় পা পিছলে পড়ে যান। এটি তার ব্যথাকে আরো বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত তিনি এই রোগের সঙ্গে লড়াই করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০১৮ সালের ডিসেম্বরে এপিপির সঙ্গে এক সাক্ষাৎকারে জিয়া জানান, তিনি শারীরিক সুস্থতা ও আত্মরক্ষা নিশ্চিত করার প্রশিক্ষণ নিচ্ছেন।
তিনি দাবি করেছিলেন যে তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি এবং তিনি বিশ্বের দ্বিতীয় লম্বা মানুষ।
জিয়া জানিয়েছিলেন, তিনি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি আরো পড়াশোনা চালিয়ে যেতে চান বলেও জানান। তবে আর্থিক ও যাতায়াতের সমস্যার কারণে সেটি সম্ভব হচ্ছিলনা।
সে সময় উন্নত জীবনযাপনের জন্য আর্থিকভাবে সহায়তা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন