হারের ম্যাচে উজ্জ্বল মুস্তাফিজ, ব্যাটিং পাননি তাওহিদ

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ডাম্বুলা সিক্সার্স নিজেদের দ্বিতীয় ম্যাচেও হেরে গেছে। জাফনা কিংসের বিপক্ষে আগে ব্যাট করে ওপেনার কুশল পেরেরার সেঞ্চুরিতে ২ উইকেটে ১৯১ রান করে ডাম্বুলা। জবাব দিতে নেমে ইনিংসের শেষ বলে ৬ মেরে জয় পায় জাফনা। ৪ উইকেটের হারে এলপিএলের এবারের আসরে পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রইল মোহাম্মদ নবির দল।

 

দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে ব্যাটিংয়ে সুযোগ পাননি বাংলাদেশি আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয়। ফিল্ডিংয়ে অবশ্য পয়েন্ট অঞ্চল থেকে সরাসরি থ্রোতে ধনঞ্জয়া ডি সিলভাবে রান আউট করেন তিনি।

 

পাল্লেকেলেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ডাম্বুলার। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৮ রানের সময় আউট হন ওপেনার দানুসকা গুনাথিলাকা, ১১ বলে ৯ রানের তিনি। এরপর দ্বিতীয় উইকেটে নুয়ানিন্দু ফান্দার্দো সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন পেরেরা। নুয়ানিন্দু ফেরেন ৪০ রান করে।

এরপর মার্ক চাপম্যানের সঙ্গে অবিচ্ছেদ্য ৬৫ রানের জুটিতে সেঞ্চুরি তুলে নেন পেরেরা। ৫২ বলে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। চাপম্যান অপরাজিত থাকেন ২৩ বলে ৩৩ রানে।

 

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি জাফনার। পাওয়ার প্লেতে ৩৭ রান তুলতে ৩ উইকেট হারায় দলটি।

যেখানে নিজের প্রথম ওভার করতে এসে ওপেনার কুশল মেন্ডিসকে ফেরান মুস্তাফিজ। এরপর ইনিংসের ১৭তম ওভারে চারিথ আশালঙ্কাকে আউট করেন এই বাঁহাতি পেসার। মাঝে আভিস্কা ফান্দার্দোর ৩৪ বলে ৮০ ও আশালঙ্কার ৩৬ বলে ৫০ রানের ঝড়ে এলোমেলো হয়ে যায় ডাম্বুলার বোলিং বিভাগ। ইনিংসের ১৯তম ওভারে তাওহিদ অসাধারণ এক থ্রোতে ধনঞ্জয়াকে রান আউট করলেও হার এড়াতে পারনি ডাম্বুলা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন