পেছাল ট্রাম্পের বিরুদ্ধে রায় ঘোষণা

পর্নোগ্রাফি তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা ধামাচাপার উদ্দেশ্যে দেওয়া ঘুষের তথ্য ব্যাবসায়িক নথিপত্রে গোপনের মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে।

ট্রাম্পের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটান আদালতের বিচারক হুয়ান মার্চান এই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, অন্তত আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রায় ঘোষণা স্থগিত থাকবে। এর আগে গত ৩০ মে ট্রাম্পকে ওই মামলায় দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালত।

৩৪টি অভিযোগের সবকটিতে দোষী সাব্যস্ত হন তিনি। ১১ জুলাই সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল। তবে বিচারকের সিদ্ধান্তে তা পিছিয়ে গেল। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডের জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি হওয়া থেকে গত সোমবার দায়মুক্তি দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট।

 

আদালতের এই অভিমতের বিষয়টি উল্লেখ করে ম্যানহাটান আদালতের বিচারক হুয়ানের কাছে সাজা ঘোষণার তারিখ পেছানোর আবেদন করেন ট্রাম্প। এই আবেদন মঞ্জুর করেন বিচারক। এ ছাড়া নিউ ইয়র্কের আদালতের দোষী সাব্যস্ত করার সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান ট্রাম্প। তবে এই যুক্তি আমলে নেননি বিচারক।

 

আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প। সর্বশেষ বিতর্কে তাঁর কাছে ধরাশায়ী হয়েছেন বাইডেন। অবশ্য এর পেছনে ভ্রমণ ক্লান্তিকে দায়ী করেছেন ৮১ বছর বয়সী বাইডেন।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন