লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান সমর্থিত গোষ্ঠীটিতে এ ধরনের দ্বিতীয় হতাহতের ঘটনা এটি। গোষ্ঠীটির একাধিক সূত্র ও লেবানিজ গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর একটি সূত্র প্রথমে এএফপিকে জানায়, টায়ার শহরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন।

তিনি দক্ষিণ লেবাননের তিনটি সেক্টরের একটির দায়িত্বে ছিলেন।

 

পরে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হয়েছেন, যিনি হজ আবু নামেহ নামেও পরিচিত। এ ছাড়া গ্রুপের ঘনিষ্ঠ আরেকটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, তিনি টায়ার শহরে হামলায় নিহত হয়েছেন। এ ছাড়া সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে বলেছে, প্রায় ৯ মাসের যুদ্ধে নিহত হওয়া হিজবুল্লাহর তৃতীয় জ্যেষ্ঠ কমান্ডার তিনি।

 


 

অন্যদিকে লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে উপকূলীয় শহর টায়ারে একটি গাড়িতে ড্রোনঠামলা হয়েছে।

এ ছাড়া প্রথম সূত্রের দেওয়া তথ্য অনুসারে, গত মাসে ইসরায়েলি হামলায় নিহত কমান্ডার তালেব আবদুল্লাহ ও নাসেরের র‍্যাংকিং একই। লেবাননের একটি সামরিক সূত্র আবদুল্লাহকে হিজবুল্লাহর ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ সদস্য হিসেবে বর্ণনা করেছিল, যিনি শত্রুতা শুরু হওয়ার পর থেকে নিহত হয়েছেন। তার মৃত্যুর পর হিজবুল্লাহ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আক্রমণ জোরদার করে।

পরবর্তী দিনগুলোতে সীমান্তজুড়ে একের পর এক রকেট নিক্ষেপ করে।

 

এর আগে জানুয়ারিতে একটি নিরাপত্তা সূত্র ইসরায়েলি হামলায় গ্রুপের আরেক শীর্ষ কমান্ডার উইসাম হাসান তাভিল নিহত হওয়ার কথা জানিয়েছিল।


 

হিজবুল্লাহর ফিলিস্তিনি মিত্র হামাস ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েল আক্রমণের পর থেকে গাজায় যুদ্ধ চলছে। একই সঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে প্রায় প্রতিদিন আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়াচ্ছে। গত সপ্তাহে আন্তঃসীমান্ত সংঘর্ষের তীব্রতা আপেক্ষিকভাবে কমে যাওয়ার পর বুধবারের সহিংসতার ঘটনা ঘটে।

এ সংঘর্ষ একটি সর্বাত্মক যুদ্ধে পরিণত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা কমাতে ইতিমধ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে।

 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ মঙ্গলবার ইসরায়েলের নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরান শনিবার হুঁশিয়ারি দিয়েছে, লেবাননে আক্রমণ হলে তেহরান ও তাদের আঞ্চলিক মিত্রদের গ্রুপের ‘সব প্রতিরোধ ফ্রন্ট’ ইসরায়েলের মুখোমুখি হবে।


 

এএফপির তথ্য অনুযায়ী, প্রায় ৯ মাসের আন্তঃসীমান্ত সহিংসতায় লেবাননে কমপক্ষে ৪৯৪ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশ যোদ্ধা হলেও ৯৪ জন বেসামরিক এ পরিসংখ্যানে রয়েছে। অন্যদিকে অন্তত ১৫ ইসরায়েলি সেনা ও ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন