ছাগলকাণ্ড: মতিউরের স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে বিএমইউজে

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)। সাংবাদিকদের টাকা দেওয়ার গুজব ছড়িয়ে সাংবাদিকতাকে বিতর্কিত করায় এক হাজার কোটি টাকার মানহানি মামলা করা হবে বলে জানানো হয়।
 
গতকাল বুধবার সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএমইউজের আয়োজনে এক মানববন্ধন ও প্রতিবাদসভায় নেতারা এই ঘোষণা দেন। 

সাংবাদিক নেতারা বলেন, ‘সাংবাদিকদের বিতর্কিত করার মাধ্যমে সম্মানহানির চেষ্টা করা হয়েছে।

ফলে ক্ষমা না চাইলে লায়লা কানিজের বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলাটি করা প্রয়োজন। লায়লা কানিজের নামে বিপুল অর্থসম্পদের পাশাপাশি অবৈধ অর্থে উপার্জিত সম্পদ রয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত এসব সম্পদের বিষয়ে দুদক তদন্ত করছে। এসব সম্পদ দ্রুত জব্দ করার আহ্বান জানাই আমরা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন