মৌলভীবাজারে (PPV) কর্মীদের চাকরীর মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান

পরিবার পরিকল্পনা মা ও শিশু প্রজনন স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেইড পিয়ার ভলান্টিয়ার (PPV) কর্মীদের চাকুরীর মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি জানিয়ে মৌলভীবাজারে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।  

বুধবার ৩ জুলাই ২০২৪ খ্রীঃ সকাল ১১:০০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করেন জেলার ৪ টি  উপজেলায় কর্মরতো PPV কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন গত ২৩ জুন ২০২৪ খ্রীঃ ঢাকা থেকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ফরিদ উদ্দিন প্রেরিত সারা বাংলাদেশে ৩,৬৮৬ জন কর্মীকে ৩০ জুনের পর আর রাখা হবে না মর্মে নির্দেশ প্রদান করা হয়।

এমতাবস্থায় তাদের পরিবারের কথা চিন্তা করে মানবিক ও যৌক্তিক কারণে PPV  কর্মীদের চাকরীর মেয়াদ বৃদ্ধি ও স্থায়ীকরণের জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান PPV কর্মীরা।

মানববন্ধন শেষে দাবি আদায়ের মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মৌলভীবাজার জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়, পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলীপি প্রদান করেন PPV কর্মীরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন