আশা করব, এটি টনির শেষ ম্যাচ হবে, শুক্রবারই তিনি অবসর নিয়ে ফেলবেন। এইভাবে টনি ক্রুসকে হুমকি দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে ক্রুসের সতীর্থ স্পেনের হোসেলু। ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে যাওয়া ক্রুসকে শুক্রবারই বিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। এবার হোসেলুর জবাব দিলেন ক্রুস, জানালেন স্পেনকে হারিয়ে ইউরোতে টিকে থাকবে তাদের দল জার্মানি।
শুক্রবার ইউরোয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। এই ম্যাচ ঘিরে চলছে কথার লড়াই। তাতে মেতেছেন রিয়াল মাদ্রিদের দুই সতীর্থ হোসেলু আর ক্রুস।
হোসেলুর এই মন্তব্যের প্রেক্ষিতে ক্রুস জানান, স্পেনকে হারিয়ে বরং টিকে থাকবেন তারাই, ‘আমরাই আরও বেশি সময় টুর্নামেন্টে টিকে থাকব।
আমার মনে হয় না এই ম্যাচটি আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে।’
২০২১ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন ক্রুস। তবে কোচ নাগলসম্যানের অনুরোধে আবার ফিরে আসেন ফিরে আসেন জাতীয় দলে। এবার ইউরো দিয়েই পেশাদার ফুটবলের ইতি টানবেন তিনি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন