এমন ইলিউশনের দেশপ্রেম সত্যি ভাল্লাগেনা

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড ||

দেশপ্রেম এটা দেখানোর কোন বিষয় নয় , আমরা যাঁরা প্রবাসী অর্থাৎ দেশের বাইরে থাকি আমাদের  দেশ নিয়ে কথা বলা যাবে না এমনটা যারা মনে করে তারা আসলে বোকার স্বর্গে বাস করার পাশাপাশি তারা জ্ঞানের বা মনের সংকীর্নতারই পরিচয় দিয়ে থাকেন। দেশটা আমাদের সবার, দেশে বিদেশে যেখানেই থাকিনা কেন। কারোই অজানা থাকার কথা নয় দেশের বাইরে থেকেও প্রবাসীরা দেশের জন্য কি পরিশ্রম করেইনা চলছেন। পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে থেকে কষ্ট করে যে উপার্জনের টাকাটা দেশে প্রেরণ করছেন, আর তা দিয়েই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। শুধু শারীরিক কষ্টেই নয়, আপনজন থেকে দূরে থেকে মানসিক কষ্টেও দিনযাপন করেন প্রবাসীরা। বিশ্ব ব্যাংকের তথ্য মতে, রেমিট্যান্স আয়ের প্রায় ৬৩ শতাংশ ব্যয় হয় দৈনন্দিন খরচের খাতে। বাংলাদেশি বিপুলসংখ্যক নাগরিক মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে অভিবাসী রয়েছেন। বাংলাদেশের প্রবাসীদের শ্রমিকদের বিশাল অংশের গন্তব্য মূলত সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, লিবিয়া, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, ব্রনাই, মরিশাস, স্পেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ইত্যাদি কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ।বিশ্ব শ্রমবাজারে আজ আমাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত, চীন, নেপাল, ফিলিপাইন এবং শ্রীলঙ্কা।তুলনামূলক পরিসংখ্যানে দেখা গেছে এসব দেশের শ্রমিকরা আমাদের দেশের তুলনায় বেশি দক্ষ। প্রবাসীদের দক্ষতার প্রশ্ন উঠলেই সমস্বরে বলে উঠবেন আমরা কিসে কম। 

 

প্রবাস হোক বা স্বদেশ; মুক্ত আলোচনা, চিন্তা ও মননে সৎ থাকাটাই শ্রেয়। সে যে কোন আলোচনাই হোক, মুক্ত আলোচনা বুদ্ধিবৃত্তির পরিধি বাড়ায়। ব্যক্তি, পরিবার সমাজ তথা দেশের সৃজনশীলতা আনায়নে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখে মুক্ত আলোচনা। তবে সে আলোচনা হতে হবে বিদ্বেষ বহির্ভুত এবং গঠনমূলক। 

 

বর্তমান এই গ্লোবালভিলেজের বাসিন্দা হয়ে  যে কোন বিষয় নিয়ে, আলোচনা/সমালোচনা করার মতো এবং করতে দেয়ার মতো মুক্ত চিন্তার মানুষ হওয়া আমাদের সবারই আবশ্যক । কারণ বর্তমান বিশ্বে, আঞ্চলিক ঘটনা বা ইস্যু অনেক ক্ষেত্রেই আর্ন্তজাতিক ঘটনার জন্ম দেয়, সুতরাং কোন দেশের রাজনৈতিক তথা সামাজিক বিষয়গুলোকে ছোট করে দেখার সুযোগ নেই স্বাভাবিকভাবেই বিষয়গুলো নিয়ে আর্ন্তজাতিকভাবে আলোচনার অবকাশ থেকেই যায়।লোক দেখানো দেশপ্রেম না করে যার যার অবস্থান থেকে দেশের জন্য সামান্য কিছু করলেই বরং দেশের উপকার হবে।

দেশপ্রেমে বিদগ্ধ হয়ে আপনি দরাজ গলায় গাইলেন “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”, দুইচার লাইন মারাত্মক দেশপ্রেমের কবিতাও হয়ত লিখে ফেললেন, অথচ আপনার দেশপ্রেম আপনাকে লিখতে শেখায় না যে চাষার চাষ করা আলু পেঁয়াজ চালের নায্য দাম কেন চাষারা পায়না, কিংবা ফেলানিরা কেনো ঝুলে থাকে কাঁটা তারের বেড়ায়।  

 

চিন্তায় দেশী বনাম প্রবাসী এ রকম বিভাজন করতে চাওয়া বৈশ্বিক সংযুক্ততার এই সময়ে অনেকটাই বিড়ম্বনার। এ-বিশ্বের যে প্রান্তেই থাকুন দেশ-বিদেশ সবই অন্তঃপ্রবিষ্ট। বিভাজনের দেয়াল ঠেলে যত দূরে ঠেলতে চান, দেয়াল আরও শক্তিধর হয়ে উঠবে শুধু। কেননা, কেবল পরিসরের বিভাজন হিসেবে দেশ ও প্রবাসকে দেখলে আর চলে না। অন্যতার বোধ, রাজনীতি ও মতাদর্শ প্রভৃতি বিষয়-আশয় এর সঙ্গে ভীষণভাবে যুক্ত হয়ে পড়ে এবং দেশ, বিদেশ, প্রবাস ধারণাকে সম্পর্কিত ও আকৃতি দান করে। দেশপ্রেম বলতে শুধু দেশের মাটির প্রতি ভালোবাসাকে বুঝায় না। স্বদেশের আলো-বাতাস, ফল-ফুল, মাটি পানি, প্রকৃতি-পরিবেশ, শিক্ষা-সংস্কৃতি, জাতি ও ভাষার প্রতি গভীর অনুরাগ, নিবিড় ভালোবাসা ও যথার্থ আনুগত্যকে দেশপ্রেম বলা হয়। দেশপ্রেমিক হবে দেশের গৌরব ও মর্যাদার নমুনা বা প্রতীক। তার চরিত্র ও আদর্শ দিয়েই প্রমাণ করতে হবে সে কোন দেশের নাগরিক এবং কোন দেশের প্রতি তার মমত্ববোধ, ভালোবাসা, আবেগ ও অনুভূতি কতটুকু। 

 

এ কেমন ধারা দেশপ্রেম যেটা দেশের কৃষক শ্রমিকের সুখে দুখে তার পাশে দাঁড়াতে শেখায় না ? এ কেমন ধারা দেশপ্রেম যেইটা নিজের সন্তানের শিক্ষা ধ্বংস হয়ে গেলেও প্রতিবাদ করতে শেখায় না?  এ কেমন ধারার দেশপ্রেম বন্ধুদের আজ দোস্তের বদলে মাম্মা ডাকতে শেখায়,  এ কেমন ধারার দেশপ্রেম বেতন -ভাতার দাবীতে শিক্ষকদের রাজপথে নামতে হয়, এ কেমন ধারার দেশপ্রেম আমার দেশের ব্যাংকের লুট করা টাকায় সুইস ব্যাংকে রিজার্ভ বাড়ে? 

 

দেশে দুর্নীতি হচ্ছে বলা যাবে না, তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট করার অপরাধে আপনার দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হবে। এই দেশে শিশু ধর্ষণ হয় বলা যাবে না, এই দেশে মেয়েরা নিশ্চিন্তে রাস্তায় হাঁটতে পারে না বলা যাবে না, পুরো একটা জেলা কিনে ফেলবেন, মন্ত্রী থেকে শুরু করে আমলা সমস্ত জায়গায় ফোর টোয়েন্টিগিরী, ক্ষমতার দম্ভ বলা যাবে না, সাংবাদিকতার নামে পদলেহন, বলা মাত্র আপনার দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হবে। এমন সত্য বিবর্জিত, যুক্তিহীন ইলিউশনের দেশপ্রেম, সত্যি আর ভাল্লাগেনা।  

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন