টাই-ব্রেকারে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে পা রাখল আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইবেকারে। মেসি ট্রাইবেকার মিস করলেও ৪-২ লক্ষ্যভেদের ব্যবধানে জিতে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি।
ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে বেশ চাপেই রেখেছিল ইকুয়েডর। বেশ কয়েকবার অ্যাটাকে গেলেও গোলের দেখা পায়নি ইকুয়েডর। তবে ম্যাচের দৃশ্যপট পাল্টে যায় আর্জেন্টিনা লিড নিলে।
ম্যাচের ৩৪ মিনিটে ম্যাক এলিস্টারের এসিস্টে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন আজেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসিরা।
ম্যাচের ৫৯ মিনিটে কর্নার থেকে ডি বিক্সের ভেতর রড্রিগো ডি পলের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ থাকলেও স্পট কিক থেকে বল গোলবারে মারেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।
আর্জেন্টিনা যখন উদযাপন করার প্রস্তুতি নিচ্ছিল তখন ম্যাচের তবে ইনজুরি টাইমে দুর্দান্ত এক হেডে কেভিন রড্রিগেজ গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরান। কোপায় কোনো অতিরিক্ত সময়ের নিয়ম না থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। টাই-ব্রেকারে ইকুয়েডরকে ৪-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। এখানেও ত্রাতা হয়ে এলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
মেসির পেনাল্টি মিসের পর টানা দুটি সেভ করে ম্যাচের পার্থক্য গড়ে দেন এই গোলরক্ষক। তাতে সেমি-ফাইনালের নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন