ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ৯ মাস ধরে চলা যুদ্ধের অবসানে গত বুধবার কাতারের মধ্যস্থতাকারীদের ‘নতুন ভাবনার’ কথা জানিয়েছে হামাস। এই নতুন পরিকল্পনা ‘মূল্যায়ন’ করে দেখবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলেছে, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তাবে হামাস যেসব ‘মন্তব্য’ করেছে, তার মূল্যায়ন করে জবাব দেওয়া হবে।
ইসরায়েলি হামলা ও যুদ্ধে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বাড়ছে।
খাদ্য এবং পানীয় জলসহ জরুরি সামগ্রীর অভাবে জনজীবনে বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে যুদ্ধবিরতিতে সম্মত হতে ইসরায়েল ও হামাস উভয় পক্ষের ওপর স্থানীয় ও আন্তর্জাতিক চাপ বাড়ছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধের অবসান ঘটাতে কাতার, মিসর ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। একটি চুক্তিতে পৌঁছাতে ‘নতুন ভাবনা’ নিয়ে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ ও আলোচনা করেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।
হামাসপ্রধান ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ হয়েছে। গাজায় যুদ্ধবিরতির উদ্যোগে নেতৃত্ব দেওয়া কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ হামাসের নতুন ভাবনা মূল্যায়নের বিষয়টি নিশ্চিত করেছে। গতকালই সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর মন্ত্রিসভার বৈঠকের কথা ছিল।
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেখান থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে হামাস।
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হওয়ার প্রতিশোধ নিতে গতকাল ইসরায়েলি সামরিক স্থাপনায় দুই শর বেশি রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি।
যুদ্ধ শুরুর পর গাজায় প্রায় ৯০ শতাংশ মানুষ অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন