পর্তুগালের হৃদয় ভেঙে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করল দিদিয়ের দেশমের শিষ্যরা। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও খেলা গোলশূণ্য ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে পর্তুগালকে হারিয়েছে ফ্রান্স।
শুক্রবার রাতে হামবুর্গে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে জিতেছে ফরাসিরা।
এই ম্যাচটি হয়ে থাকল ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ ম্যাচ। তবে শেষটা রাঙাতে পারেননি ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড। এবারের আসরে পাঁচ ম্যাচ খেলে কোনো গোলের দেখা পাননি তিনি।
স্লোভেনিয়ার বিপক্ষে শেষ ষোলোতেও টাইব্রেকারে যেতে হয়েছিল পর্তুগিজদের।
সেদিন প্রথম তিনটি শটই সেভ করে পর্তুগালকে বাচালেও এদিন ফরাসিদের আটকে রাখতে পারেননি গোলরক্ষক কস্তা। ম্যাচ হেরে ইউরো যাত্রা থামাতে হলো মার্টিনেজের শিষ্যদের।
ম্যাচের শুরুটা ছিল সাদামাটা। দুই দলই খেলতে থাকে ছন্নছাড়া ফুটবল।
তেমন একটা আক্রমণ করতে দেখা যায়নি কোনো দলকেই। প্রথমার্ধে বলার মতো কোনো সুযোগও তৈরি করতে পারেনি কোনো দল। ফলে প্রথমার্ধ শেষ হয় সমতায়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। ৬২ মিনিটে জোয়াও কানসেলোর দারুণভাবে বাড়ানো বল ধরে ব্রুনো ফার্নান্দেজের কোনাকুনি শট প্রতিহত করেন ফ্রান্স গোলকিপার মেইগনান।
দুই মিনিট পর সুযোগ পেয়েছিলেন রোনালদো, ভিতিনিয়ার শটও প্রতিহত হলে বল পেয়ে যার রোনালদো কিন্তু আবারও বাধা হয়ে দাঁড়ান ফ্রান্স গোলকিপার। ৬৬ মিনিটে কোলো মুয়ানি কস্তাকে একা পেয়েও ডিফেন্ডার রুবেন দিয়াজে আটকে যান তিনি। ৫ মিনিট পর সুযোগ পেয়ে কামাভিঙ্গা বল মারেন গোল পোস্টের বাইরে। নব্বই মিনিটের মধ্যে আর কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি কেউই।
অতিরিক্ত সময়ে রোনালদো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। বাকি সময়ে দুইদলের কেউই আর বড় সম্ভাবনা তৈরি করতে পারেননি। খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জোয়াও ফেলিক্সের স্পট-কিক পোস্টে লেগে ফিরে এলেও ফ্রান্স লক্ষ্যভেদ করল পাঁচটিতেই। পেনাল্টি শ্যুটআউটে ফ্রান্স জিতে যায় ৫-৩ ব্যবধানে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন