নিজস্ব প্রতিনিধিঃ
মৌভীবাজার সদর উপজেলার শেরপুরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) দুপুরে সুরেজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে খলিলপুর ইউনিয়নের মুসলিমনগর ও মুক্তিনগরের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে
ঐ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সুরেজা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আব্দুল গণি,জাতীয় মানবধিকার ইউনিট সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন,
পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান,জাতীয় মানবধিকার ইউনিট সিলেট বিভাগের যুগ্ন সম্পাদক সাজন আহমেদ সম্রাট,
সুরেজা বেগম ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম,জিবি নিউজ এর মৌলভীবাজার ব্যুরো চিপ মোফাদ আহমেদ সহ আরও অনেকে ।
বিতরণকালে সুরেজা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুল গণি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে আমি গরীব অসহায় মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছি ।
আগামীতে সুরেজা বেগম ফাউন্ডেশনের পক্ষ থেকে যত ধরণের সাহায্য সহযোগীতা করা হবে ওসমানীনগর উপজেলা মানুষের পাশা-পাশি মৌলভীবাজার খলিলপুর ইউনিয়ন এর মানুষের
জন্যও বরাদ্ধ থাকবে ।
তিনি আরও বলেন,ঈদের পর থেকে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ায় শেরপুর অঞ্চলের বেশিরভাগ খেটে-খাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
বর্তমানে এই বন্যা দীর্ঘমেয়াদি বন্যায় রূপ ধারণ করেছে। এতে করে এই অঞ্চলের অসহায় হতদরিদ্র বন্যা কবলিত অনেকেই বিপাকে পড়েছেন।
এদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন