হোটেলের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেলেন শ্রাবন্তী-অনির্বান-সোহিনিরা

আমেরিকার মাটিতে অগ্নিকাণ্ডের মুখোমুখি হতে হলো টলিউডের তারকাদের। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে যোগ দিতে মার্কিন মুলুকে হাজির হয়েছেন কলকাতার তারকারা। এর মাঝেই ঘটল অঘটন! ভোর সাড়ে পাঁচটায় আমচকাই হোটেলে বেজে উঠল ফায়ার অ্য়ালার্ম। কেউ তখন গভীর ঘুমে, কেউ রাতের পার্টি সেরে মাত্রই শুয়েছেন।

এর মধ্যেই এই কাণ্ড! ফায়ার অ্যালার্ম শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে ছুটতে হয়েছে সবাইকে! 

 

বর্তমানে যুক্তরাস্ট্রের শিকাগোতে একটি পাঁচতারকা হোটেলে রয়েছেন শ্রাবন্তী-সোহিনী-স্বস্তিকারা। রাত পোশাকেই হোটেল রুম থেকে বেরিয়ে প্রাণভয়ে দৌড়েছেন সবাই। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে সিঁড়ি বেয়ে এক্সিট করেন। কারণ এমন পরিস্থিতিতে লিফট ব্যবহার করা যাবে না।

নিমেষেই সকলকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। মিনিটের মধ্যেই হাজির দমকল বাহিনী। সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

 

সংবাদমাধ্যমকে অরিন্দম শীল জানান, গরম পোশাক গায়ে না জড়িয়েই পাঁচ তলা হোটেল রুম থেকে নীচে নামেন তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে সোহিনী— প্রাণ বাঁচানোর দৌড় লাগালেন সকলে। এই হুড়োহুড়ির মাঝেই প্রবাসী বাঙালিরা পছন্দের তারকাদের কাছে পেয়ে সেলফির আবদারও জুড়লেন।

 

সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরা এই মুহূর্তে রয়েছেন শিকাগোয়। তবে এই ঘটনায় কেউ কোনোরকম ক্ষতির সম্মুখীন হননি বলে জানা গেছে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন