অমর নীতি নৈতিকতায়

মিজানুর রহমান মিজান

 

অমর নীতি নৈতিকতায়

মিজানুর রহমান মিজান

সময় বয়ে যায়, রং বদলায়

নদীর স্রোত বহে নিরালায়

পরিবর্তন এনে দেয় কিনারায়।।

হবার যা হয়ে যায়

থাকে নাতো এক জায়গায়

সাধ্যমতো সবই পাল্টায়।।

সাপের খোলস বদলায়

বাচ্চা জন্মাতে পাখি বাসা বানায়

প্রতিবার তার প্রয়োজনের সাধ মিটায়।।

গাছ তার প্রয়োজনে শাখা-প্রশাখা বাড়ায়

সময়মতো ফুল ফল দিয়ে যায়

আচম্বিতে একদিন মরে প্রমাণ রেখে যায়।।

এ ধরার স্থায়িত্ব রয় বিলীনতায়

স্বপ্ন সাধ থাকে অনেক অধরায়

কর্মে মানুষ অমর নীতি নৈতিকতায়।।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন