রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||
ইতালি প্রবাসী হেলাল আহমদ'র উদ্যোগে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ৬ জুলাই (শনিবার) মৌলভীবাজার সদর আপার কাগাবলা ইউনিয়নের পদুনাপুর ও রতনপুর গ্রামে বন্যা কবলিত এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মধ্যে ২য় ধাপে এ শুকনো খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে স্বেচ্ছাসেবক বুলবুল আহমেদ জানান- ইতালি প্রবাসী হেলাল আহমেদ'র সার্বিক সহযোগিতায় অর্ধশত বানভাসি প্রতি পরিবারকে ১ কেজি মুড়ি, ২ কেজি ছিড়া, ৩ কেজি চাল, আধা কেজি গুড় এবং ২টি খাবার স্যালাইন দিয়েছি।আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবার ৫০টি বন্যা কবলিত পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ১ কেজি চিনি ১ লিটার তেল দেড় কেজি আলু ১ কেজি পেয়াজ ৫০০ গ্রাম রসুন ১ প্যাকেট সেমাই এবং ১টি সাবান দেওয়া হয়।
জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে খলিলুর ইউনিয়নের হামরকোনা এলাকা দুটি বাঁধ ভেঙে গিয়ে পশ্চিমাঞ্চলে বন্যার পানি প্রবেশ করে আপার কাগাবলা ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার মানুষ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন