দ্বিতীয় ধাপে ইতালি প্রবাসী'র উদ্যোগে শুখনো খাবার বিতরণ

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||

ইতালি প্রবাসী হেলাল আহমদ'র উদ্যোগে বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।  ৬ জুলাই (শনিবার) মৌলভীবাজার সদর আপার কাগাবলা ইউনিয়নের পদুনাপুর ও রতনপুর গ্রামে বন্যা কবলিত এলাকায় অর্ধশত অসহায় পরিবারের মধ্যে ২য় ধাপে এ শুকনো খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে স্বেচ্ছাসেবক বুলবুল আহমেদ জানান- ইতালি প্রবাসী হেলাল আহমেদ'র সার্বিক সহযোগিতায় অর্ধশত বানভাসি প্রতি পরিবারকে ১ কেজি মুড়ি, ২ কেজি ছিড়া, ৩ কেজি চাল, আধা কেজি গুড় এবং ২টি খাবার স্যালাইন দিয়েছি।আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
 

এর আগে বৃহস্পতিবার ৫০টি বন্যা কবলিত পরিবারের মাঝে প্রতি পরিবারকে ৫ কেজি চাল ১ কেজি চিনি ১ লিটার তেল দেড় কেজি আলু ১ কেজি পেয়াজ ৫০০ গ্রাম রসুন ১ প্যাকেট সেমাই এবং ১টি সাবান দেওয়া হয়।

জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে খলিলুর ইউনিয়নের হামরকোনা এলাকা দুটি বাঁধ ভেঙে গিয়ে পশ্চিমাঞ্চলে বন্যার পানি প্রবেশ করে আপার কাগাবলা ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন ওই এলাকার মানুষ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন