অ্যাসাঞ্জের মুক্তিতে খুশি অভিযোগকারী

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত হওয়ায় খুশি সুইডিশ মানবাধিকারকর্মী আনা আরডিন (৪৫)। যে দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছিলেন আরডিন তাঁদের একজন। অবশ্য এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন অ্যাসাঞ্জ। উইকিলিকসে অ্যাসাঞ্জের কাজের জন্য গর্বিত জানিয়ে আনা আরডিন বলেন, ‘উইকিলিকসে কাজের জন্য অ্যাসাঞ্জকে জেলে পাঠানো উচিত হয়নি।

 

আমাদের নামে যেসব যুদ্ধ হয়েছে, সেসব নিয়ে আমাদের জানার অধিকার আছে।’ তিনি আরো বলেন, ‘আমি অ্যাসাঞ্জ ও তাঁর পরিবারের জন্য খুশি। তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা অসামঞ্জস্যপূর্ণ।’ ১৪ বছর আগে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সুইডিশ কর্তৃপক্ষ।

 

তাই যুক্তরাজ্য থেকে সুইডেনে প্রত্যর্পণ এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন তিনি। ২০১৯ সালে তাঁর বিরুদ্ধে তদন্ত শেষ করে সুইডেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে অপরাধের দায় স্বীকারের চুক্তির আওতায় গত মাসে কারামুক্ত হন অ্যাসাঞ্জ। এর আগে যুক্তরাজ্যে পাঁচ বছর কারাভোগ করেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন