ভারি বর্ষণে বিপর্যস্ত মুম্বাই

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ভারি বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত রবিবার দিবাগত রাত ১টা থেকে গতকাল সোমবার সকাল ৭টা পর্যন্ত শহরটির কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণে শহরটিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরতলির ট্রেন পরিষেবাগুলো বিপর্যস্ত হয়েছে।

 

এ ছাড়া মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মুম্বাইয়ের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারি বৃষ্টির পর শহরটিতে লোকদের কোমরসমান পানির মধ্য দিয়ে হেঁটে যেতে এবং গাড়িগুলোকে জলাবদ্ধ রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, জমে থাকা পানি সরানোর জন্য বৃহন্মুম্বাই পৌর কর্পোরেশনের পক্ষ থেকে ৪৬১টি মোটর পাম্প ও রেলের পক্ষ থেকে ২০০টি পাম্প চালানো হচ্ছে।

মধ্য ও হারবার লাইনে আপাতত ট্রেন চলাচল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতি সামাল দিতে শহরের বিভিন্ন জায়গায় সাতটি পাম্পিং স্টেশন তৈরি করা হচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

 

এনডিটিভি আরো জানিয়েছে, মঙ্গলবার মুম্বাই, রত্নাগিরি, রায়গড়, সাতারা, পুনে ও সিন্ধুদুর্গ জেলার জন্য রেড অ্যালার্ট এবং থানে ও পালঘরের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

মুম্বাই, থানে, নভি মুম্বাই, পানভেল, পুনে এবং রত্নাগিরি-সিন্ধুদুর্গের গ্রামীণ এলাকার স্কুল ও জুনিয়র কলেজগুলোও বন্ধ থাকবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন