‘মনপুরা’র ছবিটি শেয়ার করে যা লিখলেন চঞ্চল

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সব জায়গায় আলোচনায় আছেন আবেদ আলী। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) এর মহাপরিচালকের ড্রাইভার হয়ে প্রশ্নফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরইমধ্যে তাকে সহ এই ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী একজন।

বিষয়টি নিয়ে সর্বত্রই এখন আলোচনা। বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী দে‌ওয়ার পোস্টগুলো নিয়ে নেটিজেনরা ট্রোল করছেন। সাধারণ মানুষের পাশাপাশি পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।

 

এমনই একটি ছবি ভাইরাল হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ থেকে।

সিনেমাটির একটি স্থিরচিত্র, যেখানে আছেন চঞ্চল চৌধুরী!

 

মিমকারীরা ছবিটিকে বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর বর্তমান অবস্থার সাথে মিলিয়েছেন! চঞ্চলের ছবিটি খুবই সাধারণ হলেও ছবিতে দুটি বাক্য জুড়ে দেয়ায় তা হয়ে উঠেছে প্রাসঙ্গিক! যেখানে ছবিটির উপরে লেখা, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা-’। আর ছবির নিচের দিকে বড় করে লেখা, ‘চাচা আপনে?’

ছবিটি অন্তর্জালে যথেষ্ট হাস্যরসের জন্ম দিয়েছে। আর সেটা আরো কয়েক গুণ উস্কে দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই! ভাইরাল হওয়া মনপুরা ছবির এই দৃশ্য নিয়ে করা মিমটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল। ক্যাপশনে তিনি লিখেছেন,“আমি আবার কী করলাম রে ভাই…? এই গুলা দুষ্টু কোকিলের কাজ।

আমি নির্দোষ।”

 

চঞ্চলের এমন শেয়ারের পর মুহূর্তে ছবিটিতে কয়েক হাজার রিয়েকশান পড়ে। সঙ্গে বইতে থাকে কমেন্টের বন্যা, সঙ্গে শেয়ারও হতে থাকে শত শত!

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন