কবি ও সম্পাদক মুস্তাফিজ শফির সম্মানে ইউকে বাংলা প্রেস ক্লাবের মত বিনিময় সভা : প্রবাসী বাংলাদেশীদের দাবী দাওয়া আদায়ে চাপ সৃষ্টি করতে হবে


বিশিষ্ট কবি ও বাংলাদেশের জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মুস্তাফিজ শফির সম্মানে আজ ৮ই জুলাই সোমবার ইউকে বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ভ্যালেন্স রোডের কমিউনিটি সেন্টারে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় ।
সংগঠণের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন - প্রেস ক্লাবের সাবেক সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,লেখক ও গবেষক ফারুক আহমদ ,সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি ,সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ ,বিয়ানীবাজার পৌর সভার সাবেক মেয়র আব্দুস শুকুর ,সাংবাদিক আব্দুর রশীদ ,ব্যারিষ্টার আব্দুস শহীদ ,সাংবাদিক আরিফ মাহফুজ ,সাংবাদিক শামসুর রহমান সুমেল,কবি ময়নুর রহমান বাবুল ,হাজী মোহাম্মদ হাবীব ,নোমান আহমদ প্রমুখ ।
সভায় বক্তারা - সিলেটের কৃতি সন্তান সাংবাদিক মুস্তাফিজ শফির জাতীয় পর্যায়ে অবদান রাখায় অশেষ ধন্যবাদ জানান ও প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ।বক্তারা -বিমানের বর্ধিত হারে ভাড়া ,ওসমানী বিমান বন্দরে অন্যান্য এয়ার লাইনকে সিলেটে নামতে না দেওয়া,প্রবাসীদের সহায় সম্পত্তি বেদখল ও প্রবাসীদের নির্যাতন ,বিমান বন্দরে হয়রানী ,বিমানের চেক ইন কাউন্টারে প্রবাসীদের সাথে হয়রানী ,নতুন প্রজন্মদের দেশ মুখী করার পরিকল্পনা ,জান মালের নিরাপত্তা বিধান , সাগর- রুনী হত্যা প্রভৃতি ইস্যু তুলে ধরেন ।
সম্বরধিত অতিথি  মুস্তাফিজ শফি তাঁর বক্তব্যে ইউকে বাংলা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানান ।তিনি বলেন -প্রবাসীদের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ করতে হবে ।সাংবাদিকদের মধ্যেও ঐক্য সৃষ্টি করতে হবে।একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শক্তিশালী সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দল থাকতে হবে ।
লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতির নিকট পরিচয়পত্র পেশ করলেন রাষ্ট্রদূত লুৎফর রহমান
 
 

 
হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ লুৎফর রহমান বিগত ০৩ জুলাই ২০২৪ তারিখে সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে লাও গণপ্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থোঙলুন সিসউলিথ-এর নিকট তার পরিচয়পত্র পেশ করেন। এই সময় রাষ্ট্রদূত রহমান লাওসের রাষ্ট্রপতি ও জনগণের নিকট বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
 
রাষ্ট্রদূত রহমান উভয় দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও সুসম্পর্কের উপর ভিত্তি করে আগামি দিনগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক,  অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে তিনি বাংলাদেশ ও লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সংলাপ সম্পর্কিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার জন্য অনুরোধ কর…
https://www.gbnews24.com/news/30285

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন