বেশ অনেকটা সময় ধরেই গুঞ্জন চলছে বলিউড অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচ ও ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিবাহবিচ্ছেদকে ঘিরে। যত দিন যাচ্ছে, এই জুটির বিচ্ছেদের খবর যেন ডালপালা মেলছে নতুন করে। দুজনের দাম্পত্য নাকি এখন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে! তারকা দম্পতির এক ঘনিষ্ঠ বন্ধুই সম্প্রতি এ কথা জানিয়েছেন ভারতীয় এক গণমাধ্যমের কাছে।
প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হার্দিক-নাতাশার।
তবে সম্প্রতি দুজনের সুখের সংসারে ভাঙনের জল্পনা তীব্র হচ্ছে। এমনকি টি-২০ বিশ্বকাপ জেতার পরও হার্দিক আর নাতাশাকে একসঙ্গে দেখা যায়নি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সংগীত অনুষ্ঠানেও হার্দিককে একাই নাচতে দেখা গেছে। তাহলে কি ক্রিকেটার-অভিনেত্রীর বিচ্ছেদ অবধারিত? আবারও উঠেছে সেই প্রশ্ন।
সেই প্রেক্ষিতেই এবার মুখ খুললেন হার্দিক-নাতাশার ঘনিষ্ঠ বন্ধু।
তার কথায়, ‘হার্দিক-নাতাশার বিচ্ছেদ সম্ভবত পাকা। ওদের মান-অভিমানের পালা মিটিয়ে সম্পর্ক মিটমাট করার কোনো লক্ষণই নেই। ওরা কেউ সেই অবস্থাতেও নেই।
’
হার্দিক-নাতাশা
ঘনিষ্ঠ সেই সূত্রের তথ্য অনুসারে, হার্দিক ও নাতাশা যে নিজেদের সম্পর্ক শুধরে নিতে রাজি নন, তা বেশ স্পষ্ট! বর্তমানে যা পরিস্থিতি, তাতে হার্দিক-নাতাশার সম্পর্ক ঠিক হওয়ার আশা ক্ষীণ।
২০২০ সালের জানুয়ারি মাসে হার্দিক ও নাতাশার বাগদান হয়। সে বছরের মে মাসেই বিয়ে সারেন তারা। তখন করোনার প্রকোপ ছিল তাই ছিমছামভাবেই সেই সময় বিয়ে সেরেছিলেন ক্রিকেটার ও অভিনেত্রী। বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন নাতাশা।
২০২০ সালের ৩০ জুলাই ছেলের জন্ম দেন তিনি। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে সারেন হার্দিক ও নাতাশা।
নাতাশা স্ট্যানকোভিচ একজন সার্বিয়ান নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেত্রী, যিনি ভারতের মুম্বাইয়ে বসবাস করেন। প্রকাশ ঝা পরিচালিত রাজনৈতিক চলচ্চিত্র ‘সত্যাগ্রহ’ দিয়ে বলিউড চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ‘ফুখরে রিটার্নস’ ও শাহরুখ খানের ‘জিরো’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। ২০১৪ সালে তিনি বিগ বসের অষ্টম সিজনে অংশগ্রহণ করেন। এ ছাড়া ‘নাচ বালিয়ে’র নবম সিজনেও অংশগ্রহণ করেছিলেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন