অধিনায়কত্ব ছাড়লেন হাসারাঙ্গা

অধিনায়কের আর্মব্যান্ডটা আর পরতে চান না ওয়ানিন্দু হাসারাঙ্গা। একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই শ্রীলঙ্কা দলে অবদান রাখতে চান তিনি। তাই আজ শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়কত্বের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার। 

অধিনায়কের পদ ছাড়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বরাবর হাসারাঙ্গা লিখেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি সব সময় শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চটুকু দেব।

বরবরের মতোই অধিনায়ক এবং দলের প্রতি আমার সমর্থন থাকবে এবং পাশে থাকব।’  তার আবেদন পত্র শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) গ্রহণ করেছে বলে জানা গেছে। 

 

গত বছর সংক্ষিপ্ত সংস্করণে শ্রীলঙ্কার দায়িত্ব পেয়েছিলেন হাসারাঙ্গা। অধিনায়ক হিসেবে তার মেয়াদ ১০ ম্যাচে আটকে থাকল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল গ্রুপ পর্বে বিদায় নেওয়ায় হয়তো আর নেতৃত্ব চালিয়ে যেতে চাইলেন না তিনি। আগামী ২৬ জুলাই ভারতের বিপক্ষে সীমিত সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টিার জন্য এখন নতুন নেতা খুঁজতে হবে শ্রীলঙ্কাকে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন