মহাকাব্যিক-ঐতিহাসিক গল্পের চলচ্চিত্র ‘গ্লাডিয়েটর’-এর কথা নিশ্চয়ই মনে আছে দর্শকের। ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছিল প্রশংসা আর পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচটি বিভাগে অস্কার জিতেছিল এটি।
অবশেষে কালজয়ী সেই সিনেমার দ্বিতীয় কিস্তি ‘গ্লাডিয়েটর ২’ আসছে।
মঙ্গলবার (৯ জুলাই) প্রকাশিত হয়েছে এটির ট্রেলার।
ট্রেলারে তিন মিনিটের ঝলকে রোমান সাম্রাজ্যের সময়কে সিনেমাটিক কায়দায় উপস্থাপন করা হয়েছে। রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গণ্ডারের সঙ্গে লড়াই করতে দেখা গেছে ব্রিটিশ অভিনেতা পল মেসকালকে। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
প্রকাশ্যে আসার মাত্র এক দিনেই ট্রেলারের ভিউ ছাড়িয়েছে এক কোটি ১৬ লাখ।
‘গ্লাডিয়েটর’-এর মতো এটিও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় মাইকেল প্রুস, ডগ উইক এবং লুসি ফিশার রেড ওয়াগন এন্টারটেইনমেন্ট।
তবে এতে আগের কিস্তির দুই তারকা রাসেল ক্রো ও হোয়াকিন ফিনিক্সকে দেখা যাবে না। দ্বিতীয় কিস্তিতে জায়গা করে নিয়েছেন পল মেসকাল, পেদ্রো পাসকেল, কনি নিলসেন, ডেনজেল ওয়াশিংটন প্রমুখ।
সিনেমাটি নির্মিত হয়েছে প্রায় ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে। আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে এটি।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গ্ল্যাডিয়েটর’ বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬০ মিলিয়নেরও বেশি আয় করে এবং অস্কারে ১২টি মনোনয়ন পায়।
সেরা চলচ্চিত্রসহ পাঁচটি অস্কার জিতেছে সিনেমাটি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন