কোপার ফাইনালের টিকিটের মূল্য ১০ গুণ বেড়েছে

কোপা আমেরিকার ফাইনাল বলে কথা! সঙ্গে লিওনেল মেসি যে টুর্নামেন্টের ফাইনালে থাকবেন সেই ম্যাচের টিকিটের দাম চড়া হবে, এটাই স্বাভাবিক। তাই এবারের কোপা আমেরিকার ফাইনালেও ব্যতিক্রম কিছু হচ্ছে না।

এখনো স্পষ্ট করে না বললেও এবারের কোপা আমেরিকাই মেসির ক্যারিয়ারের শেষ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হতে যাচ্ছে তার কথায় তেমনি ইঙ্গিত পাওয়া গেছে। শেষ ম্যাচগুলো বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামের ফাইনালের টিকিটের জন্য তাই হয়তো দর্শকদের মধ্যে এত হাহাকার।

 

সুযোগটা কাজে লাগিয়ে ৬৫ হাজার ৩২৬ আসনের স্টেডিয়ামের টিকিটের মূল্যও বাড়িয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। ফাইনালের টিকিটের মূল্য এক লাফে ১০ গুণ বেড়ে গেছে। দি অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের আগের ম্যাচগুলোয় গড়প্রতি যে টিকিট সর্বনিম্ন ২০০ ডলারে পাওয়া যেত, সেটারই দাম এখন আকাশচুম্বী।

 

আগামী সোমবার গ্যালারিতে বসে মেসি-হামেস রদ্রিগেজদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে হলে দর্শকদের গাঁটের টাকা খরচ করে টিকিট কিনতে হবে, এমনটিই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস। ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম এখন ২ হাজার ১৩৭ ডলার। আর সবচেয়ে দামি টিকিটের মূল্য হচ্ছে ৬৬ হাজার ৭৬৫ ডলার।

অন্যদিকে ইউরোর ফাইনালের টিকিটের মূল্য অনেক সস্তা।

বার্লিনে স্পেন-ইংল্যান্ডের ফাইনাল ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১০৩ ডলার। আর সর্বোচ্চ মূল্য ২ হাজার ১৭৭ ডলার।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন