আম্বানিপুত্রের বিয়েতে মুম্বাইয়ে যানজটের শঙ্কা, থাকছে ‘হোম অফিসের’ সুযোগ

জামনগর থেকে ইতালি, গত চার মাস ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলার পর এবার মূল বিয়ের অনুষ্ঠান। এর আগে প্রাক-বিবাহ অনুষ্ঠানে এক ছাদের তলায় বলিউড-হলিউডকে নিয়ে এসেছিলেন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। এবার রাজকীয় বিয়ের অনুষ্ঠানেও তার অন্যথা হয়নি। ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর বিয়ে আজ ১২ জুলাই।

 

এর আগে প্রাক-বিবাহ অনুষ্ঠানে দেখা গিয়েছিল বলিউডের একাধিক তারকা। জাহ্নবী কাপুর, সারা আলি খান, রণবীর সিং থেকে প্রথম সারির প্রায় সব তারকাই উপস্থিত ছিলেন। দেখা গিয়েছিল পপ তারকা জাস্টিন বিবারকেও। কয়েক মাসব্যাপী চোখধাঁধানো এসব অনুষ্ঠানের পর মধ্য-মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে আজ গাঁটছড়া বাঁধবেন অনন্ত ও রাধিকা।

ইতোমধ্যে সম্পন্ন হয়েছে গায়েহলুদ ও সংগীত অনুষ্ঠান। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট দীর্ঘদিন ধরে প্রেম করার পর ২০২৩ সালে বাগদান সারেন।

 

দুজনের বিয়ে রীতিমতো রাজকীয় উৎসবে পরিণত হয়েছে। কিন্তু স্থানীয় অনেক বাসিন্দাদের পড়তে হচ্ছে সমস্যায়।

নগর কর্তৃপক্ষ ১২ থেকে ১৫ জুলাই পর্যন্ত ভেন্যুর আশপাশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। এ সময় দুপুর ১ টা থেকে মধ্যরাত পর্যন্ত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের কাছে শুধুমাত্র ইভেন্টের যানবাহনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। এতে মুম্বাইয়ের যানজট আরো খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে বর্ষা মৌসুমে।

 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, একটি ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সাধারণ মানুষকে এত ভোগান্তিতে ফেলছে কেন সরকার! অথচ এটিই মুম্বাইয়ের আর্থিক রাজধানী।

বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে আছে ভারতের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ ও অনেকগুলো বিদেশি ব্যাংক। অনেক ব্যাংকাররা জানিয়েছেন, শুক্রবার তারা ‘ওয়ার্ক ফ্রম হোম’ করবেন অর্থাৎ ঘর থেকেই অফিস করবেন।

 

জিও ওয়ার্ল্ড কমপ্লেক্সে আরো অনেক অফিসও রয়েছে। এই বিয়ের উৎসবকে ঘিরে তাদের কাজকর্মও বলতে গেলে শিকে উঠেছে। তারাও আম্বানিদের বিয়ের উৎসব শেষ না হওয়া পর্যন্ত ঘরে বসেই কাজ করবেন। কারণ বিয়েতে যত সংখ্যক অতিথি আসবে, তাতে গোটা এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাব বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া শুক্রবার এ এলাকার সিংহভাগ রেস্তোরাঁ বন্ধ থাকবে। ফলে বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে তাদের। 

এদিকে বর্তমান সময়ের সবচেয়ে ব্যয়বহুল এই বিয়েতে হাজির হতে ইতোমধ্যেই মুম্বাইয়ের পথে রওনা হয়েছেন ভারত ও বিশ্ব রাজনীতি অঙ্গনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি। ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন অনুসারে, নরেন্দ্র মোদি আসবেন নব দম্পতিকে আশীর্বাদ দিতে। সেই হিসেবে এই বিয়ের সবচেয়ে হাইপ্রোফাইল অতিথি হতে চলেছেন তিনিই। এদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই এই বিয়েতে যোগ দিতে পৌঁছে গিয়েছেন মুম্বাই।

মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করার আগে মমতা মমতা ব্যানার্জিকে বলতে শোনা যায়, ‘আমি আসলে যেতামই না অনন্ত-রাধিকার বিয়েতে। কিন্তু মুকেশজি ও নীতাজি আমাকে বারবার অনুরোধ করেছেন।’ 

অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়েতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড়নবিস, যাদের প্রত্যেককে আম্বানিরা ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন এবং টনি ব্লেয়ার,  পিটার ডায়মান্ডিস, শিল্পী জেফ কুনস, কোচ জে শেঠি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারও উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়াও বলিউড-হলিউডসহ বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের নামিদামি তারকাগণ, ক্রীড়া জগতের মহারথীরা এবং আন্তর্জাতিক অঙ্গনের ব্যবসায়ীসহ কূটনীতিকরা হাজির থাকবেন এই মহাআয়োজনে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন