পাকিস্তানের একটি আদালত শনিবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান (৭১) ও তার স্ত্রী বুশরা বিবিকে বেআইনি বিয়ের অভিযোগ থেকে খালাস দিয়েছেন। ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দল বলেছে, রাজধানী ইসলামাবাদের আদালতে খালাস পাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই।
এই দম্পতিকে ফেব্রুয়ারিতে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
আগের বিয়ে থেকে বুশরার বিবাহবিচ্ছেদ ও ইমরান খানের সঙ্গে তার বিয়ের মাঝে প্রয়োজনীয় দিনের ব্যবধান না থাকায় ইসলামী আইন ভঙ্গের জন্য এ দম্পতি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে ইমরান খান যে চারটি কারাদণ্ড পেয়েছিলেন তা এখন বাতিল বা স্থগিত করা হয়েছে। আগস্ট মাস থেকে কারাগারে থাকা এই বিবদমান নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে এই মাসে খালাস পান। বাকি দুটি সাজা স্থগিত করা হয়েছে।
কিন্তু একটি আদালত গত সপ্তাহে ২০২৩ সালের মে মাসে হওয়ার সহিংসতাসংক্রান্ত মামলায় তার জামিন বাতিল করেন। ওই সময় তার সমর্থকরা তার গ্রেপ্তারের প্রতিবাদে সামরিক স্থাপনায় হামলা করেছিল।
এদিকে শনিবারের সিদ্ধান্তের পর কারাগারে থাকা ইমরান খান ও বুশরা বিবি—উভয়কেই মুক্তি দেওয়া হবে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। পিটিআই সতর্ক করে বলেছে, শনিবার জামিন মঞ্জুর করার সিদ্ধান্ত সত্ত্বেও তাকে কারাগারে রাখা অন্য রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাবে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন