আলোচিত হত্যা মামলা থেকে রেহাই পেলেন অ্যালেক বল্ডউইন

শুটিংয়ের সময় ছোড়া নকল বন্দুকের গুলিতে চিত্রগ্রাহক (সিনেমাটোগ্রাফার) নিহতের মামলা থেকে রেহাই পেলেন হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইন। ২০২১ সালে হলিউড চলচ্চিত্র ‘রাস্ট’-এর শুটিংয়ের প্রপস পিস্তল থেকে গুলি করেন অভিনেতা। সাধারণত নকল গুলি থাকলেও সেদিন ছিল আসল। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সিনেমাটির চিত্রগ্রাহক হ্যালিনা হাচিন্স।

আহত হন সিনেমাটির পরিচালক জোয়েল সুজা। 

 

এ ঘটনায় অভিনেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ করা হয়। আলোচিত সেই মামলায় অবশেষে রেহাই পেলেন অভিনেতা। প্রমাণের অভাবে অভিনেতার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

 

 

বিবিসির প্রতিবেদন অনুসারে, এদিন মামলায় রায় শুনে কেঁদে ফেলেন অভিনেতা অ্যালেক বল্ডউইন। মামলায় দোষী প্রমাণিত হলে ১৮ মাসের কারাদণ্ড ভোগ করতে হতো অভিনেতাকে।

শুরু থেকেই এ ঘটনাকে ‘অনিচ্ছাকৃত’ বলে দাবি করে আসছেন বল্ডউইন। তার ভাষ্য মতে, পিস্তলে গুলি ভরা ছিল তা  জানতেন না।

ফলে এটি পুরোপুরি একটি দুর্ঘটনা। তা ছাড়া নিহত হ্যাচিন্স তার বন্ধু ছিলেন। বল্ডউইনের আইনজীবীরাও বলছেন, এ ঘটনায় হত্যার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। কারণ প্রপসের পিস্তলে গুলি থাকার কথা নয়, এবং থাকলেও সে কথা অভিনেতার জানার কথা নয়। এই দুর্ঘটনার পরে অভিনেতা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন।

দুর্ঘটনা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তার কোনো ধারণাই নেই কিভাবে পিস্তলে গুলি এলো। তিনি বলেন, ‘কেউ পিস্তলে গুলিটি ভরে রেখেছিলেন। একটি বুলেট, যেটি সেখানে থাকার কথা ছিল না।’

 

২০২১ সালের অক্টোবর মাসে ঘটে দুর্ঘটনাটি। অ্যালেক বল্ডউইন প্রযোজিত ‘রাস্ট’ সিনেমার সেটে একটি দৃশ্যের প্রস্তুতি নিচ্ছিলেন কলাকুশলীরা। সেই সময় আচমকাই বল্ডউইনের হাতের বন্দুক থেকে গুলি চলে। সেই গুলি গিয়ে লাগে সিনেমার ইউক্রেনীয় সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের গায়ে। গুলিতে মৃত্যু হয় হাচিন্সের। গুলি লেগে আহত হন সিনেমার পরিচালক জোয়েল সুজাও। হ্যালিনার স্বামী ও তার পরিবার মামলা করেন ‘দ্য ডিপার্টেড’ খ্যাত অভিনেতা অ্যালেকের বিরুদ্ধে।

প্রয়াত সিনেমাটোগ্রাফারের পরিবারের দাবি, হাচিন্সের মৃত্যুর জন্য অ্যালেকই দায়ী। তবে অ্যালেক জানান, তিনি বন্দুকের ট্রিগারে চাপ দেননি। তিনি আরো দাবি করেন, শুটিং সেটে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করার দায়িত্ব ছিল পরিচালকের ওপর এবং পরিচালক নিজেই তাকে বলেছিলেন সিনেমাটোগ্রাফারের দিকে বন্দুক তাক করতে। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিংও। বেশ আলোচনার জন্ম দেয় মামলাটি। অবশেষে আইনের শিকল থেকে মুক্ত হলেন হলিউড অভিনেতা।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন