সালমান-ঐশ্বরিয়ার যে ছবি ব্যাপক আলোড়ন ফেলেছে

ভারতের শ্রেষ্ঠ ধনী এবং গোটা বিশ্বের ধনকুবেরদের মধ্যে অন্যতম মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার (১২ জুলাই)। দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অনন্ত আম্বানি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের তকমা পাওয়া এই মহা আয়োজনে হাজির ছিল গোটা বিশ্বের তাবড় সব ব্যক্তিত্ব। বলিউড থেকে হলিউড, সব মহাতারকারা হাজির হয়েছিলেন বিয়েতে।

আর এই মহা আয়োজনে দেখা মিলেছে বলিউড মেগাস্টার সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী এশ্বরিয়া রাই বচ্চনেরও।

 

তবে বিয়েবাড়ির একটি ছবি ইন্টারনেটে বেশ তুলকালাম সৃষ্টি করেছে। যে ছবিতে দেখা যাচ্ছে, সালমান খানের হাত ধরে পোজ দিচ্ছেন এশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি রীতিমতো আলোড়ন ফেলেছে উভয়ের ভক্তদের মাঝে।

বিগত কয়েক বছর ধরে সালমানের সঙ্গে কথা পর্যন্ত বলতে দেখা যায়নি ঐশ্বরিয়াকে। আর সে কিনা প্রকাশ্যে সালমান খানের হাত ধরে আছেন?

 

4

সালমান খান ও অর্পিতার আসল ছবিটি (ইনস্টাগ্রাম থেকে নেওয়া)

তবে প্রথমে বিভ্রান্তি সৃষ্টি করলেও পরে জানা যায় ছবিটি আসলে ভূয়া। ছবিটি সম্পূর্ণ ‘এআই জেনারেটেড’ বলে জানা গেছে। এক ভক্ত ছবিটি তৈরি করেছেন।

আসল ছবিটিতে শুধু সালমান ও তার বোন অর্পিতা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেটিই এডিট করে ঐশ্বরিয়াকে পাশে বসিয়ে দিয়েছেন সেই ভক্ত। ব্যস, ভাইরাল হয়ে যায় সেই ছবি।

 

নব্বইয়ের দশকের শেষের দিকে শুরু হয়েছিল সালমান খান এবং ঐশ্বরিয়া রাইয়ের প্রেমের গল্প। যা অবশেষে তিক্ত বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হয়।

তাদের অতীতের সম্পর্কটি আজও বহুল আলোচিত। এখনও ঐশ্বরিয়া-সালমানের নাম একসঙ্গে নিতেই পছন্দ করেন বহু অনুরাগী। যার ফলে দুজনের এডিট করা ছবিই রীতিমতো ঝড় তুলেছে ইন্টারনেটে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন